গাড়িতে জং ধরা রোধ করবেন কীভাবে?

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:২৬ অপরাহ্ন, ২৬ নভেম্বর ২০২৩ | আপডেট: ৯:২৬ পূর্বাহ্ন, ২৬ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

গাড়ি একটি মূল্যবান সম্পদ। আর আপনার এই দামী সম্পদ গাড়িতে বিভিন্ন কারণে জং বা মরিচা পড়তে পারে। গাড়িতে জং ধরালে গাড়ির রঙের পাশাপাশি গাড়ির নানা ধাতব অংশও নষ্ট হয়ে যেতে পারে। এ দেশে যেখানে জলীয় বাষ্পের সমস্যা সারা বছরই লেগে থাকে, সেখানে গাড়িতে জং ধরা খুবই সাধারণ ব্যাপার।

সাধারণত লোহা এবং অক্সিজেন পানির সংস্পর্শে আসে তখন রাসায়নিক বিক্রিয়ার কারণে জংয়ের সমস্যা হয়। এটি ধাতুর ওপরের অংশ বাদামি রঙের একটি আস্তরণ। যেহেতু বেশিরভাগ সময় গাড়ি বৃষ্টি, রোদ, ধুলোবালির সংস্পর্শে আসে তাই গাড়িতে জং ধরা ঠেকানো প্রায় অসম্ভব।

আরও পড়ুন: স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে ধারণার তুলনায় অনেক বেশি জটিল ক্ষতিকর

তবে কিছু কৌশল অবলম্বন করলে আপনার গাড়ি জং ধরা থেকে রক্ষা করতে পারবেন-

গাড়ি পরিষ্কার ও শুষ্ক রাখুন

আরও পড়ুন: আপনার মোবাইলই আপনার অফিস: স্মার্টফোন দিয়ে ব্যবসা চালানোর ৭ উপায়

চেষ্টা করুন সবসময় গাড়িটিকে ধুলাবালি থেকে দূরে রাখতে হবে। গাড়ি যেন বেশি সময় ধরে বৃষ্টিতে না ভেজে সেই দিকে কঠোর দৃষ্টি রাখতে হবে। ধুলা এবং পানি গাড়িতে জং ধরার অন্যতম কারণ। নিয়মিত গাড়ি ধোয়া এবং গাড়িকে ময়লা থেকে দূরে রাখা উচিত। এছাড়া গাড়ি ধোয়ার পর অবশ্যই তাড়াতাড়ি শুকিয়ে নেওয়ার ব্যবস্থা করুন।

গাড়িতে স্ক্র্যাচ না পড়া

গাড়িতে যাতে বেশিদিন ধরে স্ক্র্যাচ না পড়ে থাকে সেই দিকে নজর রাখতে হবে। কারণ গাড়ির স্ক্র্যাচে জমে থাকা ধুলা এবং পানি দ্রুত গাড়িতে জং ধরিয়ে দিতে পারে। তাই দ্রুত স্ক্র্যাচ সারিয়ে ফেলুন।

রাবারের ম্যাট ব্যবহার

বসা এবং ওঠার সময় যাতে সরাসরি গাড়িতে ধুলা না পড়ে এজন্য রাবারের ম্যাট ব্যবহার করা উচিত। এতে গাড়ি অনেকটাই পরিষ্কার থাকে। রাবারের বদলে অন্য কোনো জিনিসের ব্যবহার না করাই ভালো।

গাড়ি ঢেকে রাখুন

চেষ্টা করুন গাড়িটি সবসময় ঢেকে রাখতে। যাদের গ্যারাজ নেই তারা গাড়ির জন্য কভার ব্যবহার করতে পারেন। নিয়মিত কভার ব্যবহার করলে গাড়ি ধুলা, ময়লা, বৃষ্টি এবং রোদ থেকে বাঁচাবে। তবে এমন কভারই বেছে নেওয়া উচিত যা গাড়িতে ঠিকভাবে ফিট হয়ে যায়। ঢিলে কভারের ব্যবহার গাড়িতে ময়লা এবং রোদ-পানি প্রবেশ করতে পারে।