ঢাবিতে এআই ও আধুনিক শিক্ষণ কৌশল নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:৪১ অপরাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৫৬ পূর্বাহ্ন, ১০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে “Integrating AI into Teaching and Learning: Exploring Good Practice” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর ২০২৫) সকালে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এ কর্মশালায় শিক্ষাদান, শেখা এবং মূল্যায়ন পদ্ধতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস।

আরও পড়ুন: ডিসেম্বরের আগে সচল মোবাইল বন্ধ হবে না

মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যানচেস্টার ইনস্টিটিউট অব এডুকেশনের সিনিয়র রিসার্চ ফেলো ড. গ্যারি মটেরাম। স্বাগত বক্তব্য দেন আধুনিক ভাষা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও টেসল সোসাইটি অব বাংলাদেশের সহ-সভাপতি ড. মিঞা মো. নওশাদ কবির। ধন্যবাদ জ্ঞাপন করেন প্রভাষক ও টেসল সোসাইটি অব বাংলাদেশের যুগ্ম সাধারণ সম্পাদক নুসরাত আরা।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, এআই এখন শিক্ষার সব স্তরে বাস্তব পরিবর্তন আনছে। এআই-নির্ভর কনটেন্ট ও স্বয়ংক্রিয় উত্তরের কারণে প্রচলিত মূল্যায়ন পদ্ধতিতে নতুন ভাবনার প্রয়োজন দেখা দিয়েছে। তিনি আরও বলেন, এআই সম্ভাবনার পাশাপাশি উল্লেখযোগ্য ঝুঁকিও তৈরি করছে, যা মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।

আরও পড়ুন: ফেসবুকে এক সপ্তাহেই যেভাবে পাবেন মনিটাইজেশন

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, আধুনিক মূল্যায়ন ব্যবস্থা এবং প্রযুক্তিভিত্তিক শিক্ষণ পদ্ধতি উচ্চশিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি এ ধরনের কর্মশালাকে শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে তাৎপর্যপূর্ণ হিসেবে উল্লেখ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজনে এবং টেসল সোসাইটি অব বাংলাদেশ ও ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালায় বিভিন্ন অনুষদ ও বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেন।