ঈদযাত্রার দিন থেকে অবরোধ ও কর্মবিরতির ঘোষণা গেটকিপারদের

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪১ অপরাহ্ন, ১৯ মার্চ ২০২৫ | আপডেট: ১০:৪১ পূর্বাহ্ন, ১৯ মার্চ ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চাকরি স্থায়ীকরণের দাবিতে আগামী ২৪ মার্চ ঈদযাত্রার দিন থেকে একযোগে রেলপথ অবরোধ এবং অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ রেলওয়েতে কর্মরত গেটকিপার-গেটম্যানরা। বুধবার (১৯ মার্চ) সকাল সাড়ে ১০টায় রেলভবনে বিক্ষোভ কর্মসূচি ও মানবন্ধনের আয়োজন করেন কর্মচারীরা। সেখান থেকে এ হুমকি দেন তারা। মানববন্ধন থেকে রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিয়েছেন বিক্ষোভকারীরা।

বিক্ষোভকারীরা জানান, চাকরি স্থায়ীকরণের দাবিতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। গত বছরের ১৮ আগস্টও তারা রেলভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন, যেখানে উচ্চ পর্যায়ের বৈঠকের পর তাদের দাবি যৌক্তিক বলে স্বীকৃতি দেওয়া হয়েছিল। বৈঠকে রেলসচিব, রেলওয়ের মহাপরিচালক, পাবলিক সার্ভিস কমিশনের প্রতিনিধি, সেনাবাহিনী, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) ও সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: বোমা পাওয়া যায়নি, ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট চলবে

বৈঠকে রেলওয়ের মহাপরিচালক স্পষ্টভাবে জানান, প্রকল্পভুক্ত ১৫০৫ জন গেটকিপার-গেটম্যানের চাকরি স্থায়ীকরণ যুক্তিসংগত। এমনকি পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এক সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় আদেশ দেবে বলেও আশ্বাস দেওয়া হয়। তবে এক বছর পার হলেও সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন হয়নি।

গেটকিপার-গেটম্যানরা জানান, ১৬০ বছরেরও বেশি সময় ধরে প্রচলিত নিয়ম অনুযায়ী, তিন বছরের বেশি সময় কর্মরত থাকা কোনো রেলকর্মীর চাকরি স্থায়ী করা যায়। তারা আট বছর ধরে রেলের দায়িত্ব পালন করছেন, তাই চাকরি স্থায়ী করতে কোনো আইনি জটিলতা থাকার কথা নয়।

আরও পড়ুন: ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার হুমকি, শাহজালালে সতর্কতা জোরদার

তারা আরও জানান, বারবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এবারও যদি দাবি মানা না হয়, তাহলে আসন্ন ঈদযাত্রার দিন থেকেই তারা রেল অবরোধ ও কর্মবিরতি পালন করবেন, যা দেশজুড়ে ট্রেন চলাচলে মারাত্মক অচলাবস্থা সৃষ্টি করতে পারে।