৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

বৈরী আবহাওয়ার কারণে ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭টার দিকে লঞ্চ চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে পদ্মা নদী উত্তাল থাকায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়।
আরও পড়ুন: বোমা পাওয়া যায়নি, ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট চলবে
দৌলতদিয়া লঞ্চঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন বলেন, “বৈরী আবহাওয়া কেটে যাওয়ায় প্রায় ৪৬ ঘণ্টা পর এই রুটে লঞ্চ চলাচল স্বাভাবিক হয়েছে। বর্তমানে রুটটিতে ২০টি লঞ্চ চলাচল করছে।”
এদিকে, ফেরি চলাচল নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন বলেন, “দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কোনো সিরিয়াল নেই। বর্তমানে ১২টি ফেরি চলাচল করছে এবং ঈদে যাত্রীর চাপ বিবেচনায় ফেরি সংখ্যা বাড়িয়ে ১৭টি করা হবে।”
আরও পড়ুন: ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার হুমকি, শাহজালালে সতর্কতা জোরদার
বৈরী আবহাওয়ার প্রভাব কমায় ঘাট এলাকায় আবারো যাত্রী ও যানবাহনের চলাচল স্বাভাবিক হতে শুরু করেছে।