ঢাবির বাসে লাইভ ট্র্যাকিং: কার্যকারিতা যাচাই করলো ডাকসু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহুল প্রতীক্ষিত বাস লাইভ ট্র্যাকিং অ্যাপ ‘আমাদের লাল বাস’ এখন পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) ডাকসুর নবনির্বাচিত ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ এ অ্যাপের কার্যকারিতা সরেজমিনে যাচাই করেন।
এদিন বিশ্ববিদ্যালয়ের ১৭টি বাসরুটের সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় ডাকসুর ভিপি মো. আবু সাদিক (সাদিক) কায়েম, জিএস এস এম ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন খান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের জন্য বিশেষ বাস সার্ভিস চালু
আলোচনায় অনাবাসিক শিক্ষার্থীদের যাতায়াত সংকট, ক্যাম্পাসের নিরাপত্তা, শাটল সার্ভিস চালু, রিকশা ব্যবস্থাপনা নিয়ন্ত্রণসহ বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় উঠে আসে। এর পাশাপাশি অংশগ্রহণকারীদের সামনে বিস্তারিতভাবে উপস্থাপন করা হয় নতুন ট্র্যাকিং অ্যাপের কাঠামো ও ব্যবহারিক সুবিধা।
অ্যাপটির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বাসগুলো রিয়েল টাইমে কোন রুটে কোথায় আছে তা শিক্ষার্থীরা সহজেই জানতে পারবেন। সভায় শিক্ষার্থীরা অ্যাপটির প্রাথমিক কার্যকারিতা প্রত্যক্ষ করেন এবং নিজেদের মতামত দেন।
আরও পড়ুন: কাঠমান্ডুতে নামতে পারেনি বাংলাদেশি বিমান, যাত্রীরা ভোগান্তিতে
ডাকসুর পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষামূলক এই উদ্যোগ সফল হলে দ্রুত পূর্ণাঙ্গভাবে অ্যাপটি চালু করা হবে।