বছরের সবচেয়ে বড় ‘সুপারমুন’দেখা যাবে আজ
চলতি বছরের শেষভাগে রাতের আকাশে দেখা মিলবে এক মোহনীয় দৃশ্যের— সবচেয়ে বড় ও উজ্জ্বল চাঁদ, বা সুপারমুন। বুধবার (৫ নভেম্বর) আকাশে এই চাঁদ দেখা যাবে, যা ২০২৫ সালের তিনটি পরপর সুপারমুনের মধ্যে দ্বিতীয়টি।
সোমবার (৩ নভেম্বর) দ্য গার্ডিয়ান প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, এদিন ইউরোপের আকাশে একদিকে ঝলমল করবে বিশাল উজ্জ্বল চাঁদ, অন্যদিকে চলবে ঐতিহ্যবাহী উৎসব ‘বনফায়ার নাইট’। ফলে রাতটি পরিণত হবে আলো ও রঙের উৎসবে।
আরও পড়ুন: অবৈধ মোবাইল হ্যান্ডসেটের ব্যবহার বন্ধে নতুন যুগের সূচনা
চাঁদ পৃথিবীর চারপাশে একদম বৃত্তাকার পথে ঘোরে না এর কক্ষপথ কিছুটা উপবৃত্তাকার বা ডিম্বাকৃতি। ফলে কখনো চাঁদ পৃথিবীর কাছে আসে, কখনো দূরে চলে যায়। চাঁদ যখন পৃথিবীর সবচেয়ে কাছে আসে, সেই অবস্থাকে বলা হয় ‘পেরিজি’ (Perigee)। এই সময় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব থাকে প্রায় ২,২০,০০০ মাইল। যদি এই সময় পূর্ণিমা হয়, অর্থাৎ চাঁদ পেরিজির ৯০ শতাংশ কাছাকাছি অবস্থানে থাকে, তখন সেটিই হয়ে ওঠে ‘সুপারমুন’।
এ সময় চাঁদ সাধারণ পূর্ণিমার তুলনায় ১৪ শতাংশ বড় এবং প্রায় ৩০ শতাংশ উজ্জ্বল দেখায়। ফলে এই রাতগুলো হয় তুলনামূলকভাবে অনেক বেশি আলোঝলমলে ও মনোমুগ্ধকর।
আরও পড়ুন: ইলন মাস্কের নতুন উদ্যোগ উইকিপিডিয়ার বিকল্প ডিজিটাল বিশ্বকোষ চালু
নভেম্বর মাসের এই সুপারমুনকে বলা হয় ‘বিভার মুন’। প্রকৃতি ও ঋতুচক্রের সঙ্গে মিলিয়ে প্রতিটি মাসের পূর্ণিমার আলাদা নাম দেন বিজ্ঞানীরা। এই সময় উত্তর গোলার্ধে বিভার নামের আধা–জলচর প্রাণী সবচেয়ে বেশি সক্রিয় থাকে—তারা শীতের প্রস্তুতিতে ব্যস্ত থাকে বাঁধ তৈরি ও খাদ্য মজুদে।
এই প্রাকৃতিক আচরণ থেকেই নভেম্বরের পূর্ণিমাকে বলা হয় ‘বিভার মুন’। ২০২৫ সালের শেষ সুপারমুন দেখা যাবে আগামী ৪ ডিসেম্বর। তাই নভেম্বরের এই দৃশ্য মিস করলে ডিসেম্বরের আকাশেই মিলবে শেষ সুযোগ।
চাঁদপ্রেমীরা যাতে সুপারমুনের জোছনা উপভোগ করতে পারেন, তার জন্য আবহাওয়ার পূর্বাভাসে নজর রাখা জরুরি। কোথায় আকাশ পরিষ্কার থাকবে, তা জানা থাকলে চাঁদ দেখার অভিজ্ঞতা হবে আরও রোমাঞ্চকর।





