উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ: সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ন, ১৪ জুলাই ২০২৫ | আপডেট: ৯:১৪ পূর্বাহ্ন, ১৪ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সাগর কিছুটা উত্তাল রয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে এক সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এর ফলে সাগর উত্তাল হয়ে উঠেছে এবং ঝড়ো হাওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: ঢাকায় তাপমাত্রা বাড়ছে, থাকতে পারে হালকা বৃষ্টি

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

জনসাধারণ, বিশেষ করে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি সর্বশেষ আবহাওয়ার আপডেট অনুসরণ করার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: মৌসুমী বায়ু সক্রিয়, ৮ বিভাগেই বৃষ্টির আভাস