তীব্র গরমে স্বস্তি পেতে নদীতে নেমে কলেজছাত্রের মৃত্যু

Shakil
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৮:৩৯ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৩ | আপডেট: ৪:৫৭ পূর্বাহ্ন, ১৫ এপ্রিল ২০২৩
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তীব্র গরমে স্বস্তি পেতে সিরাজগঞ্জে যমুনা নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে ডুবে শিশির খান (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে পৌরসভার চর-মালশাপাড়া যমুনা নদীর ৩ নম্বর চায়না বাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের

নিহত শিশির খান সিরাজগঞ্জ পৌর শহরের দিয়ারধানগড়া মহল্লার আলম খানের ছেলে। তিনি রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান কলেজের শিক্ষার্থী ছিলেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

নিহতের পরিবার ও থানা পুলিশ জানায়, প্রচণ্ড তাপপ্রবাহে শিশির খান তার বন্ধুদের সঙ্গে যমুনা নদীতে গোসল করতে যান। কিন্তু শিশির নদীতে নামার পরই পানিতে ডুবে যান। পরে ফায়ার সার্ভিস ও ডুবুরি দলের সদস্যরা দীর্ঘ কয়েক ঘণ্টা চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মরদেহ উদ্ধার করেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ার ফাইটার রুহল আমিন বলেন, কলেজছাত্রের মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।