কুখ্যাত দুই ছিনতাইকারী গ্রেপ্তার

কুখ্যাত ছিনতাইকারী চক্র বুলেট গ্যাংয়ের প্রধান হৃদয় ওরফে বুলেট হৃদয়সহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব।
রাজধানীর যাত্রাবাড়ী ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকা থেকে কুখ্যাত ছিনতাইকারী চক্র বুলেট গ্যাংয়ের প্রধান হৃদয় ওরফে বুলেট হৃদয় (২০) ও মো. রানা (৩৫) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
শনিবার (২৪ জুন) পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ধারালো সুইচ গিয়ার জব্দ করা হয়। রবিবার ২৫ জুন বিষয়টি নিশ্চিত করেন র্যাব-১০ এর সহকারী মিডিয়া কর্মকর্তা এএসপি এনায়েত কবির শোয়েব।
এনায়েত কবির বলেন, হৃদয় ওরফে বুলেট হৃদয় কুখ্যাত ছিনতাইকারী চক্র বুলেট গ্যাংয়ের লিডার। তার নেতৃত্বে চক্রের সদস্যরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী ও কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো ছুরির ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্নলংকার ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিলেন।
আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১
গ্রেপ্তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক ছিনতাই মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।