প্রবাসী স্বামীর সাথে প্রতারণা, টাকা-স্বর্ণালংকার হাতিয়ে নিলেন স্ত্রী

ফেনীর সোনাগাজীতে প্রবাসী স্বামীর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার স্ত্রী সুলতানা রাজিয়ার (৩৫) বিরুদ্ধে।
এ ঘটনায় স্বামী ফখরুল ইসলাম (৪৬) বাদী হয়ে স্ত্রী সুলতানা রাজিয়া, শ্বশুর আবদুল হাদী এবং শ্যালক দেলোয়ার হোসেনকে আসামি করে সোনাগাজী মডেল থানায় লিখিত অভিযোগ দিলে ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে মামলা এফআইআর হিসেবে গ্রহণ করে পুলিশ।
আরও পড়ুন: বৃষ্টির অজুহাতে সেতু নির্মাণ কাজ বন্ধ, লাপাত্তা ঠিকাদার
মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চরচান্দিয়া আক্রাম উদ্দিন মিয়াজী বাড়ির এনামুল হকের ছেলে ফখরুল ইসলামের সঙ্গে ২০০৬ সালের দিকে একই উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের কোরবান আলী সেক্রেটারি বারির আবদুল হাদীর মেয়ে সুলতানা রাজিয়াকে পারিবারিকভাবে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পর জীবিকার তাগিদে স্ত্রীকে রেখে প্রবাসে চলে যান স্বামী।
সেখান থেকে স্ত্রীর অ্যাকাউন্টে ব্যবসা ও চাকরির মাসিক বেতনের টাকা পাঠান এবং প্রায় সময় ১২ ভরি স্বর্ণালঙ্কার তার স্ত্রীকে দেন।
আরও পড়ুন: আসামির স্থলে ছবি প্রকাশে ছাত্রদল নেতার সংবাদ সম্মেলন
প্রবাস থেকে দেশে ফিরে ফখরুল ব্যবসাবাণিজ্য শুরু করার জন্য স্ত্রীর স্বর্ণালঙ্কার বিক্রি ও প্রবাস থেকে ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো টাকা উত্তোলনের জন্য স্ত্রীকে বললে স্ত্রী তালবাহানা শুরু করেন। পরে একপর্যায়ে তার বাবার বাড়িতে চলে যান। স্বামী খোঁজখবর নিয়ে জানতে পারেন স্ত্রী তার বাবা ও ভাইয়ের প্রলোভনে পড়ে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার অন্যত্র সরিয়ে ফেলেন।
স্বামী ফখরুল ইসলাম বলেন, আমি আমার স্ত্রীকে বিশ্বাস করে প্রবাস-জীবনে কঠোর পরিশ্রম করে আয় করা সব টাকা পাঠিয়েছি। কিন্তু সে আমার সঙ্গে প্রতারণা করে ১৭ লাখ টাকা ও ১২ ভরি স্বর্ণ নিয়ে চলে গেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাগাজী মডেল থানার উপপরিদর্শক কামাল হোসেন জানান, আসামিরা ইতোমধ্যে আদালত থেকে জামিন পেয়েছেন। তবে মামলাটি গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে।