রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা, আশ্রয়কেন্দ্রে যেতে মাইকিং

টানা দুই দিন বৃষ্টি হওয়ায় রাঙামাটিতে দেখা দিয়েছে পাহাড় ধসের শঙ্কা। শহরের ২৯টি স্থানকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করে ২৩টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। একই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে ঝুঁকিপূর্ণ এলাকার সবাইকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
এ প্রসঙ্গে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান বলেন, টানা বৃষ্টির কারণে রাঙ্গামাটিতে পাহাড় ধসের আশঙ্কা আছে। তাই আমাদের আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে। আমরা মানুষকে সচেতন করতে ও দুর্ঘটনা এড়াতে মাইকিং করেছি। এরই মধ্যে সার্বিক প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা সব কিছুই মনিটরিং করছি।
আরও পড়ুন: চট্টগ্রাম বন্দর নিয়ে অপপ্রচারকারী গোষ্ঠী হতে সতর্ক হোন ও অন্যকে সতর্ক করুন
বৃহস্পতিবার থেকে পার্বত্য জেলায় থেমে থেমে বৃষ্টি হচ্ছে। শনিবার (৫ আগস্ট) সকাল থেকে বৃষ্টি হচ্ছে জেলাজুড়ে। অন্যদিকে শনিবার ভোর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কাপ্তাই হ্রদে সব ধরনের নৌ যান চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।