খালের পানি থেকে ভাইবোনসহ ৩ শিশুর লাশ উদ্ধার

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১০:৪৯ পূর্বাহ্ন, ১০ অগাস্ট ২০২৩ | আপডেট: ৪:৪৯ পূর্বাহ্ন, ১০ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ভাইবোনসহ তিন শিশু কক্সবাজারের পেকুয়া উপজেলায় খালের পানিতে ভেসে গিয়ে মারা গেছে। বুধবার সন্ধ্যার দিকে উজানটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের ফেরাসিংগাপাড়ায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে একই খালের পানিতে তাদের লাশ পাওয়া যায়।

উজানটিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড়ের ইউপি সদস্য শরিয়ত উল্লাহ এ ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে স্থানীয় নুরুল আলমের ছেলে (৯) ও মেয়ে (৭) এবং তাদেরই আত্মীয় ছাবের আহমদের মেয়ে (৮) শিশু রয়েছে।  

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

এলাকাবাসী জানান, ওই তিন শিশু বিকালের দিকে পাশে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। একই দিন সন্ধ্যার দিকে তারা বাড়িতে ফেরার পথে সাহেবখালী নামক খালের পানিতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। সন্ধ্যা থেকে রাত পর্যন্ত খালের পানিতে অনেক খোঁজাখুঁজির পরও তাদের পাওয়া যায়নি। পর দিন বৃহস্পতিবার সকাল ৭টার দিকে একই খালের পানিতে তাদের লাশ ভেসে ওঠে। 

উজানটিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ওসমান গণি জানান, লাশ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার