চট্টগ্রামে পাহাড় ধসে মারা গেল বাবা ও মেয়ে

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১:০৩ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৩ | আপডেট: ৭:০৩ পূর্বাহ্ন, ২৭ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

রাতভর টানা ভারি বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড় ধসে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। নগরের পাঁচলাইশ থানা এলাকায় পাহাড় ধসে বাবা ও সাত মাস বয়সী শিশুসন্তানের মৃত্যুর ঘটনা ঘটে।

রবিবার (২৭ আগস্ট) ভোরে ষোলশহর আইডব্লিউ কলোনিতে এ দুর্ঘটনা ঘটে। মৃতরা হলো- মো. সোহেল (৩৩) ও তার মেয়ে বিবি জান্নাত।

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিক, রাতভর টানা ভারি বর্ষণে চট্টগ্রাম নগরের নিচু এলাকাগুলোয় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে এসব এলাকার সড়ক ও অলিগলিতে গোড়ালি থেকে হাঁটু সমান পানি জমে গেছে। সকালেও পানি না নামায় বাসিন্দারা ভোগান্তিতে পড়েছেন।

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

বৃষ্টিতে নগরের চকবাজার, কে বি আমান আলী সড়ক, ডিসি রোড, খাজা রোড, খরম পাড়া, বাদুরতলা, কাপাসগোলা, মুরাদুপুর, বাকলিয়া, বড় কবরস্থানসহ বিভিন্ন এলাকায় পানি উঠেছে।

চট্টগ্রাম এ বছর একাধিকবার জলাবদ্ধতায় ডুবেছিল। গত ৪ থেকে ৭ আগস্ট টানা চার দিন জলাবদ্ধতা ছিল। এ সময় কোনো কোনো এলাকায় ৯ থেকে ১০ ঘণ্টা পর্যন্ত পানি জমেছিল।