টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১০:৪৫ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৩ | আপডেট: ৫:০৬ পূর্বাহ্ন, ২৮ নভেম্বর ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

টাঙ্গাইলে দাঁড়িয়ে থাকা বা‌সে আগুন দেওয়ার ঘটনা ঘ‌টে‌ছে। সোমবার (২৮) রাত সা‌ড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘ‌টে।

আরও পড়ুন: ফেনীতে চার তারকা মানের ‘গোল্ডেন প্যালেস হোটেল অ্যান্ড কনভেনশন হল’ উদ্বোধন

স্থানীয়রা জানায়, বাসটি টাঙ্গাইল বাসস্ট্যান্ড থেকে মির্জাপুর ও সখিপুর রোডে প্রতিদিন যাতায়াত ক‌রে। গার্মেন্টসের কর্মীদের নামিয়ে বাসটি নাটিয়াপাড়ায় মহাসড়কের পাশে দাঁড় করে রাখা হয়েছিল। পরে হঠাৎ রাত ১১টা ৩০মিনিটের দিকে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার বাবলু মিয়া আগুন দেখতে পেয়ে আশপাশের মানুষদের ডাক দেয়। ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

দেলদুয়ার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, বাসস্ট্যান্ডে দাঁড় করিয়ে বাসের ভেতর হেলপার ঘুমাচ্ছিল। সে পেছনে হঠাৎ আগুন দেখতে পায়। আগুন দেখে বাইরে বের হয়ে এসে সবাইকে ডাক দেয়। পরে আশপাশের লোকজন এসে ফায়ার সার্ভিসকে খবর দেয়। এটা যে নাশকতা তা প্রাথমিকভাবে ধারণা করে আলামত সংগ্রহ করা হ‌য়ে‌ছে।

আরও পড়ুন: আড়াইহাজারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত