ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে বাসে আগুন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৫ | আপডেট: ১১:৪০ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।

আরও পড়ুন: ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের সামনে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “ধানমন্ডিতে ল্যাবএইড হাসপাতালের সামনে একটি বাসে আগুন লেগেছে। মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”

তবে বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত ঘটেছে, ঘটনাকালে সেখানে যাত্রী ছিল কি না, কিংবা এটি পার্কিং অবস্থায় ছিল কি না— সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

আরও পড়ুন: গ্রামীণ ব্যাংক কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

স্থানীয়রা জানান, ঘটনার সময় সাত-আটজন তরুণকে বাসটির পাশ দিয়ে হেঁটে যেতে দেখা যায়। হঠাৎ করেই বাসটিতে আগুন ধরে যায়। এটি নাশকতা নাকি দুর্ঘটনা, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণ ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ চালিয়ে যাচ্ছেন।

এর আগে আজ ভোরে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুটি ক্ষেত্রেই ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।