মাঝ পদ্মায় ১১ ঘণ্টা আটকে থাকার পর ঘাটে ফিরল ফেরি

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:৩৫ পূর্বাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৪ | আপডেট: ৫:৪৯ পূর্বাহ্ন, ০৪ জানুয়ারী ২০২৪
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

টানা ১১ ঘণ্টা ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় চলাচল শুরু হয়।

এর আগে বুধবার রাত সাড়ে ৯টা থেকে এ রুটে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এ সময় মাঝ নদীতে যাত্রী ও যানবাহন নিয়ে আটকা পড়ে দুটি ফেরি। যদিও এর প্রথমে বলা হয়, তিনটি ফেরি আটকে পড়েছে।

আরও পড়ুন: চাঁদাবাজি নয়, নেপথ্যে নকশা বহির্ভূত ভবন নির্মাণ কাহিনী

এছাড়া পাটুরিয়ায় পাঁচটি ও দৌলতদিয়া ঘাটে সাতটি ফেরি আটকে রাখা হয়। এতে দুর্ভোগে পড়েন নদী পারাপারের যাত্রীরা।

এ বিষয়ে বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ম্যানেজার মহিউদ্দিন রাসেল জানান, বুধবার সন্ধ্যার পর থেকে কুয়াশার প্রকোপ বাড়তে থাকে। রাত সাড়ে ৯টায় ঘন কুয়াশায় পুরো নৌপথ ঢেকে যায়। এতে নৌ-দুর্ঘট্না এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। মাঝ পদ্মায় আটকে পড়ে কেরামত আলী ও শাহ পরান নামে দুটি ফেরি। এছাড়া আরো ১২টি ফেরি উভয় ঘাটে আটকে রাখা হয়।

আরও পড়ুন: আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে দেড় ঘণ্টা সড়ক অবরোধ

ফেরি বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া পাড়ে আটকে পড়ে যাত্রীবাহী বাস, প্রাইভেট কার ও তিন শতাধিক পণ্যবাহী ট্রাক।