যশোর কারাগারে মৃত্যু হয়েছে ফাঁসির সাজাপ্রাপ্ত আসামির

Abid Rayhan Jaki
অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ১০:০৬ পূর্বাহ্ন, ০৩ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যশোরে কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হাবিবুর রহমান (৭০) নামে একজনের মৃত্যু হয়েছে। 

শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে যশোর কেন্দ্রীয় কারাগারে তার মৃত্যু হয়।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

হাবিবুর রহমান মাগুরা জেলার শালিখার কোটপাড়া এলাকার বাসিন্দা। ২০০৩ সালের একটি হত্যা মামলায় তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ঘটনা নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার শরিফুল আলম।

জেলার শরিফুল আলম জানান, ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত কয়েদি হাবিবুর রহমান কারাগারের ভেতরে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১

হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) পার্থপ্রতিম চক্রবর্তী জানান,প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্রেন স্ট্রোকজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

বর্তমানে মৃতদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে।