জামালপুরে অটোরিকশার চাপায় শিশুর মৃত্যু

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:৩৮ অপরাহ্ন, ০৬ মার্চ ২০২৪ | আপডেট: ৯:৩৮ পূর্বাহ্ন, ০৬ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বুধবার (৬ মার্চ) সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের নগদা এলাকায় ইঞ্জিনচালিত অটোরিকশার ধাক্কায় শাহাদাত হোসেন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

নিহত শিশু শাহাদাত হোসেন সাতপোয়া ইউনিয়নের নগদা বাঘমারা এলাকার রঞ্জু মিয়ার (গুদু) ছেলে ও স্থানীয় নূরানী মাদরাসার ছাত্র ছিল।  

আরও পড়ুন: রায়পুরায় কাউকেই গ্রীন সিগন্যাল দেওয়া হয়নি বলে দাবি মনোনয়ন প্রত্যাশীদের

পরিবার ও স্থানীয়রা জানান, শাহাদাত হোসেন সকালে স্কুলে যাওয়ার জন্য রাস্তার পাশে দাঁড়িয়েছিল। এ সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ধানাটা-আদ্রা সড়ক আধা ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেন।

আরও পড়ুন: কুলাউড়ায় গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান কালের কণ্ঠকে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।