মসজিদের সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে মুসল্লিদের উপর হামলা, ১০ আহত

রংপুরের হারাগাছ উপজেলার মেনাজেরপুল এলাকার ওয়াক্তিয়া মসজিদের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে মুসল্লিদের উপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। শনিবার (১৬ মার্চ) দুপুরে এই ঘটনা ঘটে।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, মসজিদের সীমানা প্রাচীর দিতে যান কয়েকজন মুসল্লি। পরে হেলমেটধারী কয়েকজন এসে সীমানা প্রাচীর উপড়ে ফেলে। প্রথমে ইটপাটকেল ও পরে লাঠিসোঁটা নিয়ে মুসল্লিদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে গুরুতর আহত হন ১০ জন।
মুসল্লিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় রফিকুল ইসলাম ও তার ছেলে ওয়াক্তিয়া মসজিদের জায়গা দখলের চেষ্টা করছিল। এরই জের ধরে হামলার ঘটনা ঘটে। এর আগেও মসজিদের ওজুখানা ভেঙে দেওয়া হয়েছিল বলে জানান স্থানীয়রা।
হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেছুল ইসলাম বলেন, এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত