ইজাজ হত্যার আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে গুলি করে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মেধাবী ছাত্র আশরাফুল রহমান ওরফে ইজাজকে (২২) হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার বেলা সাড়ে ১১টার সময় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থীসহ নানা শ্রেনী-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান আবদুর রশিদ ভূঁইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভন, মজলিশপুর ইউনিয়নের সাবেক চেয়্যারম্যান তাজুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি নাসিম, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম মিঠু, সুহিলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী খোকন প্রমুখ।
আরও পড়ুন: চাঁদাবাজি নয়, নেপথ্যে নকশা বহির্ভূত ভবন নির্মাণ কাহিনী
মানববন্ধনে বক্তারা হত্যা মামলার প্রধান আসামীসহ অন্যান্য আসামীদের দ্রæত সময়ের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। বক্তারা বলেন, আগামী ১৮ ঘন্টার মধ্যে মামলার সকল আসামীকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
উল্লেখ্য, গত ৫ জুন ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভনের সমর্থকদের আনন্দ মিছিলে প্রকাশ্যে গুলি করে ছাত্রলীগ কর্মী আশরাফুল রহমান ওরফে ইজাজকে হত্যা করা হয়। এ ঘটনায় পরদিন নিহতের পিতা আমিনুর রহমান বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৬ জনের নামউল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১৫জনকে আসামি করা হয়।
আরও পড়ুন: আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে দেড় ঘণ্টা সড়ক অবরোধ
মামলায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জালাল হোসেন ওরফে খোকাকে প্রধান আসামী এবং মিছিলে গুলি বর্ষনকারী জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি হাসান আল ফারাবী ওরফে জয়কে ২নং আসামী করা হয়েছে। এছাড়াও আরো ১৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনকে আসামি করা হয়েছে।
নিহত আশরাফুল রহমান ওরফে ইজাজ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ¯œাতক (সম্মান) উদ্ভিদ বিদ্যা বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। পুলিশ ইতিমধ্যে হত্যা মামলার দ্বিতীয় আসামী জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সহ-সভাপতি হাসান আল ফারাবী ওরফে জয়কে নেত্রকোনা থেকে গ্রেপ্তার করা হয়।