ময়মনসিংহে ৪ বছরের শিশু যৌন নির্যাতনের শিকার, ঘটনা ধামা চাপার চেষ্টা
লাগাতার ধর্ষণ আর ধর্ষকদের বিচার দাবিতে সারা দেশ উত্তাল হয়ে উঠার সময়ে এবার ময়মনসিংহে ক্ষেত থেকে মরিচ তোলার মত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চার বছরের এক শিশু কন্যাকে যৌনাঙ্গে বেগুন দিয়ে নির্যাতন করে ওই শিশুকে গুরুতর আহত করেছে সিদ্দিক মিয়া নামের নারী লোভী পাষণ্ড বৃদ্ধ।
যৌন নির্যাতনের শিকার ওই শিশুটি বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিস ক্রাইসিস সেন্টারে রয়েছে ।
আরও পড়ুন: কত ধানে কত চাল জনগণ তা হারে হারে বুঝতে পারবে: মুহাম্মদ ফয়জুল করীম
গৌরীপুর থানা পুলিশ ও আক্রান্ত শিশুর মা জানায়, ময়মনসিংহের গৌরীপুরের নোনাপাড়া গ্রামে ক্ষেত থেকে মরিচ তোলার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চার বছরের শিশু কন্যার যৌনাঙ্গে বেগুন দিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে বৃদ্ধ সিদ্দিক মিয়া (৬৫) বিরুদ্ধে।
গেল ৭ মার্চ দুপুরে এই ঘটনা ঘটলে স্থানীয়ভাবে সালিশ দরবারের মাধ্যমে ঘটনা ধামাচাপা দিতে মামলা না করার জন্য পরিবারকে বলা হয়। পরে অতিরিক্ত রক্তপাতে শিশুটির শরীর খারাপ হতে থাকলে তাকে গেল ১০ মার্চ যৌনাঙ্গে নির্যাতনের বিষয়টি গোপন করে প্রথমে গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন: সরাইলে পুলিশের কাছ থেকে যুবলীগ নেতাকে ছিনিয়ে নিলো
এই ঘটনা জানাজানি হলে হাসপাতালে ওয়ান স্টপ সার্ভিস ক্রাইসিস সেন্টারে নেওয়া হয় এবং শিশুটির ফরেনসিক পরীক্ষার ব্যবস্থা করা হয়।
নির্যাতিত শিশুর মা তার মেয়ের এই পরিণতির জন্য দায়ী নির্যাতনকারী সিদ্দিক মিয়ার সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।
এই বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায় এর সাথে মুঠো ফোনে যোগাযোগ করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি।
তবে অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার জানান, এই ঘটনাটি স্থানীয়ভাবে আপোষ মীমাংসা মাধ্যমে ধামা চাপা দেয়ার চেষ্টা করা হয়। পরে পুলিশ দায়িত্ব নিয়ে এই ঘটনা উদ্ঘাটন করে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামি গ্রেফতারের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।
তিনি আশা করেন দ্রুত আসামি সিদ্দিককে আইনের আনায় সম্ভব হবে।





