সাবেক এমপির ছেলেকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়নপুর এই ঘটনা ঘটেছে। ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন উপজেলা বিএনপির নেতা আক্তারুজ্জামান বাপ্পী। স্থানীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা ৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা পরিষদের দুইবারের চেয়ারম্যান আলহাজ্ব শাহাদত হোসেনের মেজো ছেলে মো. হাসান জোবায়ের রিঙ্কুকে মোমরেজপুর ঈদগাহ সংলগ্নে সড়কের উপরে ফেলে গত ৪ এপ্রিল রাত সাড়ে ৯ টায় একা পেয়ে বেধড়ক পিটিয়ে জখম করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা।
এদিকে এই ঘটনায় উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক আক্তারুজ্জামান বাপ্পী বাদী হয়ে গত ৫ এপ্রিল পূর্ব নারায়নপুর গ্রামের মৃত মোহাব্বত আলী বিশ্বাসের ছেলে রফিকুল ও শফিকুলসহ রফিকুল বিশ্বাসের ছেলে ইলিয়াস আলী বিশ্বাসসহ এজাহার নামীয় সাতজন ও অজ্ঞাত নামা ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন
জানা গেছে, ইতঃপূর্বেও তারা সাবেক এমপিপুত্রসহ অনেককে পিটিয়ে হজম করেছে এই রফিকুল ইলাহী গং।
তবে থানায় নিয়মিত মামলা হলেও এখনো কাউকে আটক করতে পারেনি পুলিশ।