দীর্ঘ যানজট, চরম ভোগান্তি
লক্ষ্মীপুরে পলিটেকনিকের শিক্ষার্থীদের সড়ক অবরোধ-বিক্ষোভ

ক্রাফট হটাও, পলিটেকনিক বাঁচাও এই শ্লোগানকে সামনে নিয়ে ক্রাফট ইনস্টাক্টরদের নিয়োগবিধি সংশোধন এবং ক্রাফট ইনস্টাক্টরদের করা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করছে লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
বুধবার বেলা সাড়ে ১১টা থেকে লক্ষ্মীপুর-ঢাকা সড়কের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
এতে করে সড়কের দু’পাশে কয়েক মাইল এলাকা জুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় চরম ভোগান্তিতে পড়ছে যাত্রী ও পরিবহণ চালকরা। এছাড়া প্রচণ্ড গরমে এক যাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এর আগে পলিকেটনিক থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। পরে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে তারা। পরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সম্রাট খীসা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. রেজাউল হক ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল মোন্নাফ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্বপোষন করে ও দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা। প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে তারা।
আরও পড়ুন: শরীয়তপুরে নির্যাতিত শিশুর পাশে তারেক রহমান
শিক্ষার্থীদের অভিযোগ, কারিগরি শিক্ষা উন্নতির লক্ষ্যে ছাত্র আন্দোলনের যে ৬ দফা দাবি বাস্তবায়নের দাবিতে কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এছাড়া ক্রাফট ইনস্টাক্টরদের নিয়োগ বিধি সংশোধন এবং ক্রাফট ইনস্টাক্টরদের করা মামলার প্রতিবাদ ও মামলা প্রত্যাহার করতে হবে। দীর্ঘদিন ধরে দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন সংগ্রাম করলেও তা বাস্তবায়ন হচ্ছেনা। কি কারণে তা হচ্ছেনা, সেটা কারও জানা নেই। দ্রুত সময় দাবি বাস্তবায়ন না হলে আরো কঠোর কর্মসূচির হুশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এদিকে দাবি আদায়ের লক্ষ্যে কথা কথায় সড়ক অবরোধ করায় ক্ষোভ প্রকাশ করেন দুর্ভোগে পড়া যাত্রী সাধারণ।