মাইটিভির প্রতিষ্ঠা বার্ষিক
বিশ্ব মুসলিম উম্মাহ’র শান্তি এবং স্বাধীনতাকামী ফিলিস্তিনবাসীর মুক্তি কামনায় দোয়া

বাংলাদেশের বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেল মাইটিভির ১৬ তম বর্ষে পদার্পণ উপলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃহস্পতিবার সন্ধ্যায় নবীনগর প্রেসক্লাবে বিশ্ব মুসলিম উম্মাহ'র শান্তি এবং স্বাধীনতাকামী ফিলিস্তিনবাসীর মুক্তি কামনায় দোয়া, মিলাদ মাহফিল ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
নবীনগর প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ হোসেন শান্তির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর থানার ওসি আব্দুর রাজ্জাক, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার, নবীনগর মহিলা ডিগ্রি কলেজ এর সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি আব্দুল মালেক।
আরও পড়ুন: ভোলায় শুল্ক ফাঁকি দেওয়া অবৈধ সিগারেটসহ আটক ৩
প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, মাইটিভির নবীনগর প্রতিনিধি, প্রেসক্লাবের সাবেক সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি তাজুল ইসলাম চৌধুরী, নবীনগর পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবুল বাশার, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি আশ্রাফ হোসেন রুবেল, সাংবাদিক আরিফুল ইসলাম মিনাজ, আবু কাউছার, পিয়াল হাসান রিয়াজ, মো. দেলোয়ার হোসেন, ফরিদ আহমেদ, মিঠু সূত্রধর পলাশ, মমিনুল হক রুবেল, টিটন দাস, জামাল হোসেন পান্না, মো. হেলাল উদ্দিন, অলি উল্লাহ, খন্দকার আলমগীর, প্রদীপ আর্চায্য প্রমুখ।
পরে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং স্বাধীনতাকামী ফিলিস্তিনবাসীর মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল শেষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আরও পড়ুন: ভারতীয় চোরাচালান ধরতে গিয়ে নৌকা ডুবে বিজিবি সদস্য নিখোঁজ