নান্দাইলের ইউএনও সারমিনা সাত্তারের পরিকল্পনায় শিক্ষার মান বৃদ্ধি পাচ্ছে

Sanchoy Biswas
নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা
প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ন, ১৮ মে ২০২৫ | আপডেট: ৬:২০ অপরাহ্ন, ২৮ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের বাস্তব সম্মত পরিকল্পনায় শিক্ষার মান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উপজেলার গ্রামাঞ্চলে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান বৃদ্ধিকল্পে ইউএনও সারমিনা সাত্তার প্রতিদিন দাপ্তরিক কাজের ফাঁকে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আকস্মিকভাবে পরিদর্শন করে শিক্ষার্থীদের সাথে সরাসরি কথা বলে সার্বিক লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও প্রযুক্তিতে এগিয়ে নিতে মতবিনিময় করে যাচ্ছেন। 

এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে সার্বিক কর্মপরিবেশ ও মনোন্নয়নে পরামর্শ প্রদান করে আসছেন। এভাবে আকস্মিকভাবে নান্দাইলের অজোঁপাড়া গ্রামের বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও প্রাথমিক বিদ্যালয়গুলো পরিদর্শন করায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে ইদানীং কালে লেখাপড়ার পরিবেশ উন্নত হয়েছে বলে অভিভাবকরা মত পোষণ করেন। 

আরও পড়ুন: কৃষক দল নেতা খন্দকার নাসিরের অপকর্মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারেক রহমানের কাছে মহিলা দলনেত্রীর আবেদন

এলাকার বেশ কয়েকজন সচেতন অভিভাবক জানান, এভাবে ইউএনও শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করায় প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক মন্ডলীবৃন্দও শিক্ষার্থীদের প্রতি বিশেষ মনোযোগী হয়েছেন। বিশেষ করে একজন ইউএনও এভাবে আকস্মিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করায় প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক মন্ডলীবৃন্দের যথা সময়ে উপস্থিতির প্রতি মনোযোগী হয়েছেন। 

এদিকে ইউএনও সারমিনা সাত্তার শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনকালে শিক্ষার্থীদের মানবিকতা, মূল্যবোধ ও সামাজিক দায়িত্ব বোধ গড়ে তোলা সহ শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার বিষয়গুলো তুলে ধরে বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সুসম্পর্ক বজায়ে রাখা, রাষ্ট্রের নিয়মকানুন মেনে চলা, অসৎ সঙ্গ ত্যাগ করা, স্বেচ্ছাব্রতী মানসিকতা পোষণ করা, অহিংসা ও সহনশীলতার চর্চা করা, পিতা-মাতার প্রতি দায়িত্বশীল হওয়া, ধর্মীয় সামাজিক ও পারিবারিক শিক্ষার গুরুত্ব দেওয়া, সততা, শৃঙ্খলা ও সমায়ানুবর্তিতার গুরুত্ব দেওয়া সহ শিক্ষাঙ্গণ সহিংসতা মুক্ত রাখতে সক্রিয় থাকা ও সকল ধর্মের প্রতি সহনশীল মনোভাব পোষণ করে চলার আহবান জানিয়ে তিনি আরও বলেন, এগুলো মেনে চলতে পারলেই প্রতিটি শিক্ষার্থী জীবনে উন্নত শিখরে পৌঁছানো সম্ভব হবে। 

আরও পড়ুন: ধামরাইয়ে পার্কিং করা যাত্রীবাহী বাসে রহস্যজনক আগুন

শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষকদের প্রতিটি প্রতিষ্ঠানে অভিভাবক সমাবেশের আয়োজন করার পরামর্শ দেন যাতে করে শিক্ষার্থীদের অভিভাবক মহলেও শিক্ষার গুরুত্ব অনুধাবন করতে পারেন। তিনি নান্দাইলের শিক্ষা ব্যবস্থাকে একটি মডেল হিসাবে পরিচিতি করার সকল চেষ্টা অব্যাহত রাখবেন বলে জানান।