নাসিরনগরে জলাশয় থেকে মহিলার অর্ধ গলিত মরদেহ উদ্ধার

Sanchoy Biswas
নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশিত: ৫:৫৫ অপরাহ্ন, ১৯ মে ২০২৫ | আপডেট: ৩:৫৫ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাসিরনগর উপজেলায় বাড়ির পাশের ডুবা (জলাশয়) থেকে রুপালী বেগম (২২) নামে এক মহিলার অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

২০২৩ সালে নাসিরনগর উপজেলার  চাতলপাড় ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের ধানতলিয়া গ্রামের মো. ইসমাইল ভুঁইয়ার মেয়ে রুপালি আক্তার (প্রকাশ শেফালী) সাথে পরিবারের অমতে নরসিংদী জেলার কবিরাজপুর গ্রামের আলী মিয়ার ছেলে মোফাজ্জল মিয়ার বিয়ে হয় কোর্টের মাধ্যমে। বিবাহ পরবর্তী সময়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য থাকায় শেফালী বেগম তার বাবার বাড়ি ধানতলিয়া গ্রামেই থাকতেন, শেফালীর স্বামী মোফাজ্জল মাঝে মাঝে শেফালীর পিতার বাড়িতে বেড়াতে আসতো। 

আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের

শেফালীর প্রতিবেশীরা জানায়, গত ৫/৬ দিন আগেও শেফালীর স্বামী বেড়াতে এসেছিল এখানে। পরিবারের লোকজন জানায়, তাদেরকে কিছু না বলে হঠাৎ একদিন চলে যায় মোফাজ্জল। তার পর থেকেই পাওয়া যাচ্ছিলনা শেফালীকে,পরিবারের লোকজন ভেবেছে শেফালী হয়তো চলে গেছে তার স্বামীর সাথে । ১৮ মার্চ মার্চ সকালে শেফালীর মা রৌশনা বেগম বাড়ির পাশের ডুবা থেকে গন্ধ পাইলে  দেখে ডুবায় কিছু একটা ভেসে আছে । কাছে  গিয়ে দেখতে পায় তার মেয়ে শেফালীর মরদেহ ফুলে ভেসে আছে। সাথে সাথে সুড় চিৎকার শুরু করলে আশের পাশের লোকজন ছুটে আসে এবং পুলিশকে খবর দিলে চাতলপাড় ফাড়ির পুলিশ শেফালীর মহদেহ উদ্ধার করে। 

ধানতলিয়া গ্রামের মেম্বার মো. মোছাব্বির খান বলেন, শেফালীরা নতুন বাড়ি করেছে, বাড়ি করার  জন্য মাটি কাটার যে গর্ত করেছে সেখানেই শেফালীর মা তার মেয়ের মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। গত বৃহস্পতিবারে মনে হয় জামাই এসেছিল…।”

আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন

নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো. খাইরুল আলম দৈনিক বাংলাবাজার পত্রিকাকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে অজ্ঞাতনামা আসামি করে নারিনগর থানায় ১টি মামলা দায়ের করা হয়েছে, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।