গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদী পতনের বর্ষপূর্তিতে উৎসবের নগরী নাসিরনগর

২০২৪ সালের গণঅভ্যুত্থান ও ফ্যাসিবাদী সরকারের পতনের ১ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন সংগঠনের আনন্দ আয়োজন এবং বিজয় র্যালিতে উৎসবের নগরীতে পরিণত হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা। হাজার হাজার লোকের মিছিল, মিটিং আর পদচারণায় মুখরিত ছিল উপজেলা সদর।
০৫ আগস্ট (মঙ্গলবার) এই ঐতিহাসিক দিবসটি পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসন থেকে বিএনপির ২ প্রভাবশালী ও মনোনয়নপ্রত্যাশী নেতা এম এ হান্নান ও এ কে এম কামরুজ্জামান মামুনের নেতৃত্বে পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে বিজয় র্যালি ও পথসভা। মঙ্গলবার দুপুরে নাসিরনগর সরকারি কলেজ সংলগ্ন চেয়ারম্যান মার্কেট থেকে এম এ হান্নানের নেতৃত্বে বিশাল একটি বিজয় মিছিল শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ ইমরান চত্বরে পথসভা করে। পথসভায় উল্লেখযোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. আলী আজম চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এম এ খালেক, সহসভাপতি নজরুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহে আলম, সাংগঠনিক সম্পাদক (২) বশির উদ্দিন চৌধুরী, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. আরাফাত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক জামাল আহমেদ, ভারপ্রাপ্ত সদস্য সচিব মাসুদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম, ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মামুন মিয়া, সদস্য সচিব আশিকুর রহমান চৌধুরী পনি, যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম, কলেজ ছাত্রদলের সাবেক নেতা ইযাসিন মাহমুদ, সদস্য সচিব খাইরুল বাশার রনিসহ নাসিরনগর উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আরও পড়ুন: তুহিন হত্যার বিচারের দাবিতে নবীনগরে সাংবাদিকদের মানববন্ধন
অন্যদিকে জেলা বিএনপির সহসভাপতি ও জেলা আইনজীবী সমিতির সভাপতি এ কে এম কামরুজ্জামান মামুনের নেতৃত্বে আরেকটি বিশাল র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় শহীদ মিনার চত্বরে এসে সংক্ষিপ্ত আলোচনা সভা করে। উপজেলা বিএনপির সহসভাপতি শাহনেওয়াজ চৌধুরীর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম চকদার, যুগ্ম-সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মীর মোস্তফা জালাল, ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. তাকিউল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: যারা নির্বাচনে ভয় পায়, তারাই পিআর পদ্ধতি চায়: শামসুজ্জামান দুদু
দিবসটি পালন উপলক্ষে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের রামপুর গ্রামে শহীদ হাফেজ ইমরান (মোনায়েল আহমেদ ইমরান)-এর সমাধিতে প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন। সিভিল সার্জন-ব্রাহ্মণবাড়িয়ার পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুগবুল হোসেন। এছাড়া জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, নাসিরনগর প্রেসক্লাব ও এনসিপি নাসিরনগরের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজহারুল ইসলাম, উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা, উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সামিউল বাসির, উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহিম আরিফিন, উপজেলা খাদ্য কর্মকর্তা আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের, গোকর্ণ ইউপি চেয়ারম্যান সৈয়দ শাহীন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আমিনুল ইসলাম, পল্লীবিদ্যুৎ নাসিরনগর জোনাল ডিজিএম প্রকৌশলী মো. আমজাদ হোসেন, প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি আছমত আলী, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক সবুজ, এনসিপি নেতা হাফিজ মেম্বার, সাইফুজ্জামান জনি। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন আনন্দ র্যালিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে দিবসটি উপলক্ষে।