নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:৫৯ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১১:৩০ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

 জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে ডিম নিক্ষেপ করা হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি আমাদের কনস্যুলেট এবং ফরেন মিনিস্ট্রি দেখবে।

আরও পড়ুন: আখতারকে ডিম নিক্ষেপ কারী আটক মিজানের বাড়ি সিলেটে

শফিকুল আলম আরও জানান, প্রধান উপদেষ্টা ইউনূস জাতিসংঘে স্যোসাল বিজনেস বিষয়ে আইএমএফের মিটিংয়ে বক্তব্য রাখেন এবং এরপর অন্য একটি ইভেন্টে অংশ নেন। এছাড়া তিনি এসডিজি অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন।

প্রেস সচিব জানালেন, ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গোরর সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বাংলাদেশের নির্বাচন, সার্ক পুনরুজ্জীবন, নেপাল ও ভূটানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, আসিয়ান সদস্যপদ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কসহ বিভিন্ন বিষয়ে আলাপ করেছেন।

আরও পড়ুন: কেরানীগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, আহত ৪

তিনি বলেন, যুক্তরাষ্ট্র সব ধরনের সহযোগিতা দেবে। সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের খুব কাছের মানুষ, তাই এসব বিষয়ে তিনি সরাসরি ট্রাম্পের সঙ্গেও কথা বলবেন।