ফেব্রুয়ারিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সরকার প্রস্তুত: প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে।
নিউইয়র্কে অনুষ্ঠিত বৈঠকে অধ্যাপক ইউনূস মার্কিন বিশেষ দূত (দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক) এবং ভারতে নিযুক্ত রাষ্ট্রদূত সার্জিও গোর-এর সঙ্গে এ বিষয়ে আলাপ করেন। প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতে হবে এবং দেশ পুরোপুরি প্রস্তুত।
আরও পড়ুন: আখতারকে ডিম নিক্ষেপ কারী আটক মিজানের বাড়ি সিলেটে
বৈঠকে সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্র বাংলাদেশের এই প্রচেষ্টায় সহায়তা অব্যাহত রাখবে বলে আশ্বাস দেন।
দু’পক্ষ বৈঠকে বাণিজ্য, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা, সার্কের পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকট এবং বিভ্রান্তিকর তথ্যের বিস্তারসহ বিভিন্ন দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন: নিউইয়র্কে আখতারের ওপর ডিম নিক্ষেপ অনাকাঙ্ক্ষিত ঘটনা: প্রেস সচিব
অধ্যাপক ইউনূস এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য যুক্তরাষ্ট্রের অব্যাহত সহায়তা কামনা করেন। জবাবে মার্কিন কর্মকর্তারা জীবনরক্ষাকারী সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।
প্রধান উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সার্ককে পুনরুজ্জীবিত করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। এছাড়া বাংলাদেশ আসিয়ানে যোগদানের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়ার অর্থনীতির সঙ্গে সংযুক্ত হয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে চায়।
তিনি নেপাল, ভুটান এবং ভারতের সাত উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আঞ্চলিক সহযোগিতা বাড়ালে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আরও দ্রুত হবে।
বৈঠকের শেষে অধ্যাপক ইউনূস সার্জিও গোরকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানান।