কঠিন প্রশ্ন করা সাংবাদিকদের অধিকার নয়, দায়িত্বও: প্রেস সচিব

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, অর্থনীতি ও ব্যবসা বিষয়ক খবর কভার করা সাংবাদিকদের জন্য কঠিন ও অস্বস্তিকর প্রশ্ন করা শুধু অধিকার নয়, বরং দায়িত্বও। নামি পশ্চিমা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নেওয়া অর্থনীতিবিদদের আভায় সাংবাদিকদের ভীত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন শফিকুল আলম।
আরও পড়ুন: টয়লেট পরিচালনা প্রশিক্ষণে বিদেশ যাচ্ছেন ৩ কর্মকর্তা
তিনি লিখেছেন, কিছু নির্বাচিত পরিসংখ্যান ব্যবহার করে বড়সড় সিদ্ধান্তে পৌঁছানো সহজ ব্যাপার। অনেক অর্থনীতিবিদ এই কৌশলে সিদ্ধহস্ত এবং নাটকীয় সব দাবি তোলেন—শুধুমাত্র বাছাই করা সংখ্যার ওপর ভিত্তি করে। কিন্তু তাদের খুব কম সময়ই প্রশ্ন করা হয়। তাদের ডিগ্রি, আত্মবিশ্বাস আর ভাষা অনেক সময় সাংবাদিকদের ভীত করে তোলে।
প্রেস সচিব বলেন, এ পরিস্থিতিতে সাংবাদিকদের কঠিন প্রশ্ন করতেই হবে। অর্থনীতিবিদদের বক্তব্যের মুখোশ তখনই খোলে, যখন তারা বাছাই করা তথ্য দিয়ে বড় দাবি করেন। এজন্য সাংবাদিকদের হাতে সামগ্রিক পরিসংখ্যান থাকতে হবে। শুধু রপ্তানি, আমদানি, মুদ্রাস্ফীতি বা বৈদেশিক মুদ্রার রিজার্ভে সীমাবদ্ধ না থেকে শ্রম অস্থিরতা, অপরাধ পরিসংখ্যান, আন্তঃখাত প্রভাবসহ অর্থনীতির সামগ্রিক চিত্র দেখতে হবে।
আরও পড়ুন: ৩৯ পরিদর্শককে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি
তিনি আরও লিখেছেন, হাতে সামগ্রিক চিত্র থাকলেই বোঝা যায় অনেক বড়সড় দাবির ভেতর আসলে কতটা ফাঁপা। আর তখনই সাংবাদিকরা নিশ্চিত হতে পারবেন যে, তাদের রিপোর্ট জনগণকে বিভ্রান্ত করছে না।