রাশিয়ায় ৭.৮ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা প্রত্যাহার

রাশিয়ার কামচাতকা উপকূলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করা হয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ১১টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। এর কেন্দ্র ছিল কামচাতকার পেট্রোপাভলভস্ক থেকে প্রায় ৯০ মাইল পূর্বে এবং গভীরতা ছিল ১০ কিলোমিটার।
আরও পড়ুন: যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া স্বীকৃতি দিলো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার প্রথমে সতর্ক করেছিল, রাশিয়ার উপকূলে ১-৩ মিটার উচ্চতার ঢেউ দেখা দিতে পারে। তবে পরে জানায়, যুক্তরাষ্ট্র, কানাডা কিংবা হাওয়াইয়ের জন্য কোনো হুমকি নেই।
প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টারও হাওয়াইয়ের জন্য সব ধরনের সতর্কতা প্রত্যাহার করেছে। আলাস্কা বা জাপানেও কোনো সুনামির হুমকি পাওয়া যায়নি।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৯১ ফিলিস্তিনি
বিশেষজ্ঞরা ধারণা করছেন, এ ভূমিকম্পটি গত ২৯ জুলাই আঘাত হানা ৮.৮ মাত্রার ঐতিহাসিক ভূমিকম্পের আফটারশক হতে পারে।