এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল বেলজিয়াম

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে বেলজিয়াম। স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে এক বৈশ্বিক সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী বের্ত দে ওয়েভার এ ঘোষণা দেন।
মধ্যপ্রাচ্যের আল-আকসা অঞ্চলে দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে জাতিসংঘ সদর দপ্তরে সম্মেলনের আয়োজন করে ফ্রান্স ও সৌদি আরব। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ব্যতীত জাতিসংঘের অধিকাংশ সদস্য রাষ্ট্র অংশ নেয়।
আরও পড়ুন: গাজায় দুর্ভিক্ষ আরও ভয়াবহ, খাদ্য সহায়তা আটকে দিচ্ছে ইসরায়েল: জাতিসংঘ
প্রধানমন্ত্রী বের্ত দে ওয়েভার বলেন, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে বেলজিয়াম, তবে এটি এখনই কার্যকর হচ্ছে না। দূতাবাস স্থাপন ও অন্যান্য আনুষ্ঠানিকতা শর্তসাপেক্ষে পরে কার্যকর করা হবে।
তিনি আরও বলেন, ইসরায়েলের নেতারা বলছেন ফিলিস্তিন নামে কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা হবে না। আমরা মনে করি এটি ফিলিস্তিনিদের ন্যায্য অধিকারের ওপর আঘাত। তাই তাদের একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র পাওয়াই প্রাপ্য।
আরও পড়ুন: ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স
বেলজিয়ামের প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেন, হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয়, অস্ত্র সমর্পণ না করে এবং গাজার প্রশাসন থেকে সরে না আসে, তবে এই স্বীকৃতি কার্যকর হবে না।