ছুরিকাঘাতে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, আটক ১

Sadek Ali
আবুবকর ছিদ্দীক, বান্দরবান
প্রকাশিত: ১১:৫৯ পূর্বাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ২:৪০ অপরাহ্ন, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বান্দরবানের জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের উত্তর ঘুমধুমের বড়ুয়া পাড়ায় পারিবারিক বিরোধের জেরে সোহেল বড়ুয়া (১৭) নামের এক কিশোর খুন হয়েছে। সৎ ভাই সুপন বড়ুয়ার (৩০) ছুরিকাঘাতে খুন হন সোহেল বড়ুয়া।

নিহত সোহেল এবং ঘাতক সুপন দুইজনই রাধাকান্ত বড়ুয়ার ছেলে।

আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার  দিকে উত্তর ঘুমধুম বড়ুয়া পাড়ার শীল পাড়ায় এ ঘটনা ঘটেছে।স্থানীয়রা আহত অবস্থায় সোহেল বড়ুয়া’কে উদ্ধার করে উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহেল বড়ুয়া’কে মৃত্যু ঘোষণা করেন।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ওসি (তদন্ত) মো. জাফর ইকবাল এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান,সৎ ভাইয়ের হাতে সহোদর ছোট ভাই সোহেল বড়ুয়া ছুরিকাঘাতে খুন হয়েছেন।

আরও পড়ুন: রূপগঞ্জে টাইগার সিমেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

এমএসএফ হাসপাতাল থেকে নিহতের লাশের  ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর হয়েছে।

ঘাতক সুপন বড়ুয়া(৩০)কে জনতার সহযোগিতায় আটক করা হয়েছে। কি কারণে খুনের ঘটনা ঘটেছে তদন্ত করা হচ্ছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।