চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের আটক করেছে বিজিবি।
এরমধ্যে ১০জন পুরুষ,৬ জন নারী ও ৩ জন শিশু।
আরও পড়ুন: রূপগঞ্জে টাইগার সিমেন্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড
বুধবার ভোরে উপজেলার চামুচা এবং চাঁনশিকারী বিওপি’র মধ্যবর্তী সীমান্ত দিয়ে ঠেলে দেওয়ার পর অনুপ্রবেশের দায়ে তাদের আটক করা হয়েছে বলে মহানন্দা ব্যাটালিয়নের ৫৯ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান।
আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের লুৎফর রহমান (৩৮), রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ গ্রামের আসাদুল ইসলাম (৩৩), শ্রীরামপুর গ্রামের দেলোয়ার হোসেন (২৮) ও মালকামলা গ্রামের হযরত আলী (২৮)।
আরও পড়ুন: কুমিল্লা সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় ভারতীয় নাগরিক আটক
যশোর জেলার চৌগাছা উপজেলার আড়সিংরী গ্রামের আরিফ হোসেন (৩৮), নড়াইল জেলার কালিয়া উপজেলার কোতুয়ালী গ্রামের রেহেনা বেগম (৫৫), মাগুরা জেলা ও উপজেলার নতুন গ্রামের সয়ন সিকদার (২২), রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার চরখি কমলা গ্রামের আব্দুর রহমান (৩৭), খুলনা জেলা ও উপজেলার ঘোপখালী গ্রামের জান্নাতুল ফেরদৌস (২৬), ঢাকা জেলার আশুলিয়া থানার সুমি (২৫) ও আব্দুল্লাহ (২মাস)।
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার দাসিয়াছড়া কালিরহাট হাজীপাড়া গ্রামের আব্দুল মোতালেব (৪৭), মেহেদুল ইসলাম (২৩), মোকছেদুল হক (৩০), মুর্শিদা বিবি (৩৭), শরিফা বেগম (২৫) ও রমজান হক (৩)।
ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার গড়পয়ারী গ্রামের শাপলা আক্তার (২১) ও রুহি আক্তার (২)।
আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে বিজিবি জানায়, ২০১৫ থেকে ২০২৪ সালের বিভিন্ন সময়ে কাজের সন্ধানে অবৈধভাবে তারা ভারতে যান। পরে ভারতীয় পুলিশ তাদের গ্রেপ্তার করে।
বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে তাদেরকে ভারতীয় পুলিশ বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ তাদের ঠেলে পাঠায়। বিজিবি তাদের ভোলাহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করবে বলেও জানান, ওই বিজিবি কর্মকর্তা।