হবিগঞ্জে সীমান্তে অবৈধ বালু উত্তোলনকালে বিজিবি-পুলিশের যৌথ অভিযান

Sadek Ali
নুরুজ্জামান ভূইয়া, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৩:৩৩ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জ জেলার মাধবপুর সীমান্ত এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও পুলিশের যৌথ অভিযানে একজনকে আটক করা হয়েছে। এ সময় বালুভর্তি দুটি ট্রাক্টরও জব্দ করা হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে আটক ব্যক্তিকে দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে মাধবপুর উপজেলার সোনাইছড়া সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর রাজেন্দ্রপুর বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালায়। এতে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম। অভিযানে মাধবপুর থানা পুলিশও অংশ নেয়।

আরও পড়ুন: জামায়াত ও ইসলামী আন্দোলন জাতীয় বেইমান: এ্যানি

অভিযানকালে সোনাইছড়া সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনকালে হাতে নাতে আটক করা হয় মো. জাহিদ (৩৫) কে। তিনি উপজেলার শ্রীধরপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। ঘটনাস্থলেই নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ অনুযায়ী দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ একটি চক্র রাতের অন্ধকারে সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে একদিকে পরিবেশের ক্ষতি হচ্ছিল, অন্যদিকে সরকারের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছিল।

আরও পড়ুন: কাপাসিয়ায় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিল বলেন,“সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দেশের স্বার্থবিরোধী যেকোনো কর্মকাণ্ড দমনেও বিজিবি সবসময় নিরলসভাবে কাজ করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”তিনি আরও জানান, জনস্বার্থ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় বিজিবি সর্বদা সচেষ্ট রয়েছে।