ঘাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৪৮ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪৮ পূর্বাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পাবনার বেড়া পৌর এলাকায় নদীর ঘাট নিয়ন্ত্রণ নিয়ে দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ও গোলাগুলি হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে ভাঙচুর শেষে অগ্নিসংযোগ করা হয় স্থানীয় বিএনপির কার্যালয়ে।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বৃশালিখা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন: কাপাসিয়ায় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

স্থানীয় সূত্র জানায়, হুরা সাগর নদীর বৃশালিখা ঘাট দীর্ঘদিন ধরে সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর অনুসারী আওয়ামী লীগের নেতাকর্মীরা নিয়ন্ত্রণ করছিলেন। তবে গত ৫ আগস্টের পর থেকে স্থানীয় বিএনপির একটি অংশও তাদের সঙ্গে থেকে ঘাটের নিয়ন্ত্রণ ধরে রাখে।

পরে বিএনপি নেতা হাসান আলীর নেতৃত্বে আরেকটি গ্রুপ নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালায়। এ নিয়ন্ত্রণ বিরোধ থেকেই সোমবার দুপুরে সংঘর্ষ বাধে। উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।

আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে।

বেড়া পৌর বিএনপির সভাপতি ফজলুর রহমান ফকির বলেন, চাঁদাবাজি গ্রুপের সঙ্গে নামধারী বিএনপির মধ্যে এ ঘটনা ঘটেছে। এখন চাঁদাবাজি কারা করছে, সে বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।

বেড়া মডেল থানার ওসি একেএম হাবিবুল ইসলাম বলেন, দু’পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। বিএনপি ও আওয়ামী লীগ উভয় পক্ষই জড়িত। আমরা সেনাবাহিনীসহ ঘটনাস্থলে আছি। পরে বিস্তারিত জানানো যাবে।