কাপাসিয়ায় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান বিতরণ

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় শারদীয় দূর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ও সরকারি অনুদান প্রদান করা হয়েছে। ২২ সেপ্টেম্বর সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতিমূলক অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম সভাপতিত্ব করেন। সভায় আসন্ন শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে সার্বিক প্রস্তুতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সার্বক্ষণিক বিদ্যুৎ ও জেনারেটর, পানি সরবরাহ, পূজা মন্ডপের নিরাপত্তার স্বার্থে সিসি ক্যামেরা স্থাপন, যানবাহন নিয়ন্ত্রণ, স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টিম গঠন এবং অগ্নিনির্বাপণ, নির্ধারিত সময়ে প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
আরও পড়ুন: ঘাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ
সভার আলোচনায় বক্তারা পূজা উদযাপনে অংশগ্রহনকারী সকলকে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের মানবতার বন্ধন অটুট রাখার আহ্বান জানান এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর সমূহকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে বিশেষ ভাবে অনুরোধ জানান। এবছর সরকারি অনুদান হিসেবে উপজেলার ১১টি ইউনিয়নের ৭০ টি পূজামন্ডপে ১৮ হাজার ৫'শ টাকা করে প্রদান করা হয়।
কাপাসিয়া উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সাধারণ সম্পাদক কৃষ্ণ চন্দ্র পালের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরা, কাপাসিয়া ও শ্রীপুরের দায়িত্বে নিয়োজিত ক্যাপ্টেন আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাহিদুল হক, থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল, গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য এফ এম কামাল হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও সদর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোঃ আশরাফুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোঃ মাসুম বিল্লাহ, সেনাবাহিনীর অফিসার আসম, আনসার ভিডিপি কর্মকর্তা জিয়াউর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মাহফুজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মশিউর রহমান, খাদ্য কর্মকর্তা ইকবাল, চিত্ত রঞ্জন সাহা, কাপাসিয়া বাজার ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সাংবাদিক সাইফুল ইসলাম শাহীন, চন্দন রক্ষিত, পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি মিল্টন সরকার, ছাত্র প্রতিনিধি রাশেদুল ইসলাম রবি প্রমুখ
আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
এছাড়াও সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, স্থানীয় সাংবাদিক, পূজা উদযাপন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও কাপাসিয়ার অন্যান্য বিশিষ্ট সুধীজন উপস্থিত ছিলেন।