নিউ ইয়র্কে এনসিপি নেতাকে ডিম নিক্ষেপ, শাহবাগে প্রতিক্রিয়া ও বিক্ষোভের ডাক

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৪ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫ | আপডেট: ১:৪৪ অপরাহ্ন, ২৩ সেপ্টেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অবস্থিত জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছেস্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর ২০২৫) বিমানবন্দর থেকে বের হওয়ার সময় এই অপ্রীতিকর ঘটনার শিকার হন তিনি

আরও পড়ুন: সংসদ নির্বাচনে কাউকে সবুজ সংকেত দেয়া হয়নি: রিজভী

ঘটনাস্থলে আখতার হোসেনের সঙ্গে ছিলেন দলের যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা। এছাড়া কাছাকাছি অবস্থানে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

আরও পড়ুন: শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি

ঘটনার পরপরই এনসিপির পক্ষ থেকে এক বিবৃতিতে এ হামলাকে "সন্ত্রাসী হামলা" বলে আখ্যায়িত করা হয় এবং এর জন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করা হয়। দলটির অভিযোগ, হামলাকারীরা 'জয় বাংলা' স্লোগান দিয়ে আখতার হোসেনকে লক্ষ্যবস্তু করে।

এনসিপির মতে, এই হামলার পেছনে বাংলাদেশ সরকারের "অদক্ষ কূটনৈতিক ব্যবস্থাপনা ও ইন্টারিম সরকারের গাফিলতি" রয়েছে। এক বিবৃতিতে দলটি জানিয়েছে, "নিউ ইয়র্কে আওয়ামী লীগ কর্তৃক আমাদের সদস্যসচিব আখতার হোসেনসহ রাজনীতিবিদদের ওপর হামলার প্রতিবাদে এবং আওয়ামী লীগের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।"

এ ঘটনার পর এনসিপি তিন দফা দাবি উত্থাপন করেছে এবং এসব দাবির বাস্তবায়ন না হলে সারা দেশে বিক্ষোভ ও মিছিলের ঘোষণা দিয়েছে।

ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখার আয়োজনে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে বিক্ষোভ কর্মসূচি। দেশের জেলা ও উপজেলা পর্যায়েও বিক্ষোভ মিছিলের আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনাটি বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। সরকারবিরোধী দলগুলো এটিকে রাজনৈতিক সহিংসতার নতুন রূপ হিসেবে উল্লেখ করছে। এখনো পর্যন্ত সরকারি দল আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।