সাভারে মাদকের টাকা না পেয়ে মাকে কুপিয়ে হত্যা করলো ছেলে

Sadek Ali
মো. রফিকুল ইসলাম জিলু , সাভার প্রতিনিধি
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ন, ২৭ মে ২০২৫ | আপডেট: ১১:১৬ অপরাহ্ন, ২৪ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সাভারের আশুলিয়ায় মাদকের টাকা না পেয়ে গর্ভধারিনী মা সুফিয়া খাতুন (৬০) কে কুপিয়ে হত্যা করেছে ছেলে। ঘাতক ছেলের নাম আওলাদ বেপারী (৩২)। ঘটনার পর থেকে ছেলে পলাতক রয়েছে। 

সোমবার (২৬ মে) রাতে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি এলাকা হত্যার এ ঘটনা ঘটে। 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র নিলেন রুমিন ফারহানা

নিহত সুফিয়া খাতুন আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের ভাটিয়াকান্দি এলাকার নেহাজুদ্দিন বেপারীর স্ত্রী। 

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক আওলাদ একজন মাদকসেবী। সে নিয়মিত মাদক সেবন করে, কোন কাজ করে না। সমাজের কারো সাথে ভাল সম্পর্ক রাখে না। তার মা ভিক্ষাবৃত্তি করে সংসার চালাতো। রাতে নিজের শয়নকক্ষেই ছিলেন সুফিয়া। মায়ের কক্ষে মাদক কেনার টাকা চেয়ে না পেয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আরও পড়ুন: রূপগঞ্জে শিক্ষা দপ্তরে দুর্নীতির অভিযোগ, ঘুষ দাবির কল রেকর্ড ভাইরাল

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বলেন, মাদকাসক্ত ছেলে টাকার জন্য তার মাকে কুপিয়ে হত্যার পর পালিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতির পাশাপাশি ঘাতক ছেলেকেও আটকের চেষ্টা চলছে।