হবিগঞ্জ সীমান্তে দিয়ে রাতের অন্ধকারে ২২ জনকে পুশইন করল বিএসএফ

Sadek Ali
নুরুজ্জামান ভূইয়া, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫৮ অপরাহ্ন, ৩০ মে ২০২৫ | আপডেট: ৯:৩৫ পূর্বাহ্ন, ৩০ মে ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ রেমা বিওপির দায়িত্বপূর্ণ হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন সীমান্ত এলাকার ডেবরাবাড়ি নামক স্থান দিয়ে রাতের অন্ধকারে ২২ জন বাংলাদেশে পুশইন করে। এদের মধ্য ৯ জন পুরুষ ৮ জন মহিলা ও ৫ জন শিশু রয়েছে।

সংবাদ পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গমন করে তাদের আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ জানা যায় তারা সকলেই বাংলাদেশী নাগরিক এবং তারা কুড়িগ্রাম জেলার বাসিন্দা। বর্তমানে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত

আটককৃতরা ব্যক্তিরা হলো, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার (১)জোহর আলী (৮০) নাগেশ্বরী, থানার (২) মোঃ আরিফ (১৯), পিতাঃ জোহর আলী, গ্রামঃ হাসনাবাদ, ডাকঘর-হাসনাবাদ, থানাঃ নাগেশ্বরী (৩) মোঃ আসাদুল (৩০), পিতাঃ জোহর আলী, থানাঃ নাগেশ্বরী, জেলাঃ কুড়িগ্রাম।(৪) মোছাঃ আছিয়া বেগম (৬০), স্বামীঃ জোহর আলী, গ্রামঃ হাসনাবাদ, ডাকঘর-হাসনাবাদ, থানাঃ নাগেশ্বরী, জেলাঃ কুড়িগ্রাম(৫) মোঃ আশরাফুল (৩৫), পিতাঃ মৃত আকবর আলী, গ্রামঃ মন্ডল গড়া, ডাকঘর-স্কুলের হাট, থানাঃ নাগেশ্বরী, জেলাঃ কুড়িগ্রাম(৬) মোছাঃ জাহানারা (৩০), স্বামী- মোঃ আশরাফুল, গ্রামঃ মন্ডল গড়া, ডাকঘর-স্কুলের হাট, থানাঃ নাগেশ্বরী, জেলাঃ কুড়িগ্রাম(৭) মোছাঃ কাকলী (১০), পিতাঃ মোঃ আশরাফুল, গ্রামঃ মন্ডল গড়া, ডাকঘর-স্কুলের হাট, থানাঃ নাগেশ্বরী, জেলাঃ কুড়িগ্রাম(৮) মোছাঃ আশরাফী (০৬), পিতাঃ মোঃ আশরাফুল, গ্রামঃ মন্ডল গড়া, ডাকঘর-স্কুলের হাট, থানাঃ নাগেশ্বরী, জেলাঃ কুড়িগ্রাম (৯) মোঃ আমিনুল ইসলাম  (৩৫), পিতাঃ মৃত নবাব উদ্দিন, গ্রামঃ স্বাধীরগ্রাম,  ডাকঘর-মন্ডলহাট, থানাঃ উলিপুর, জেলাঃ কুড়িগ্রাম (১০) মোছাঃ আফরোজা (২৪), স্বামীঃ মোঃ আমিনুল ইসলাম , গ্রামঃ স্বাধীরগ্রাম,  ডাকঘর-মন্ডলহাট, থানাঃ উলিপুর, জেলাঃ কুড়িগ্রাম (১১) মোঃ আঃ হামিদ (৪২), পিতাঃ মৃত শাহনবী,  গ্রামঃ শ্যামপুর, ডাকঘরঃ গংগারহাট, থানাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম (১২) মোছাঃ রেহানা বেগম (৪০), স্বামীঃ মোঃ আঃ হামিদ, গ্রামঃ শ্যামপুর, ডাকঘরঃ গংগারহাট, থানাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম (১৩) মোঃ সুজন (২২), পিতাঃ মোঃ আঃ হামিদ, গ্রামঃ শ্যামপুর, ডাকঘরঃ গংগারহাট, থানাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম (১৪) মোছাঃ হাসি খাতুন (১৮), পিতাঃ মোঃ আঃ হামিদ, গ্রামঃ শ্যামপুর, ডাকঘরঃ গংগারহাট, থানাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম(১৫) মোছাঃ পারভীন বেগম (২১), স্বামী- মোঃ সুজন, গ্রামঃ শ্যামপুর, ডাকঘরঃ গংগারহাট, থানাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম (১৬) মোঃ শাহিনুর (০৩), পিতাঃ মোঃ আঃ হামিদ, গ্রামঃ শ্যামপুর, ডাকঘরঃ গংগারহাট, থানাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম (১৭) মোঃ হাসানুর (০৭), পিতাঃ মোঃ আঃ হামিদ, গ্রামঃ শ্যামপুর, ডাকঘরঃ গংগারহাট, থানাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম (১৮) মোঃ নজরুল ইসলাম (৫০), পিতাঃ মৃত স্বরেশ আলী, গ্রামঃ কাশিপুর, ডাকঘরঃ গংগারহাট, থানাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম (১৯) মোছাঃ ফাতেমা বেগম (৪৭), স্বামী- মোঃ নজরুল ইসলাম, গ্রামঃ কাশিপুর, ডাকঘরঃ গংগারহাট, থানাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম (২০) মোঃ ইমরান হোসেন (২৩), পিতাঃ মোঃ নজরুল ইসলাম, গ্রামঃ কাশিপুর, ডাকঘরঃ গংগারহাট, থানাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম (২১) মোছাঃ সাবিনা (২০), স্বামীঃ মোঃ ইমরান হোসেন, গ্রামঃ কাশিপুর, ডাকঘরঃ গংগারহাট, থানাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম (২২) মোঃ ইসমাইল হোসেন (০২), পিতাঃ মোঃ ইমরান হোসেন, গ্রামঃ কাশিপুর, ডাকঘরঃ গংগারহাট, থানাঃ ফুলবাড়ী, জেলাঃ কুড়িগ্রাম।  ##


আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১