লক্ষ্মীপুরে অসহায়দের জন্য জেলা জুড়ে ২৩২টি পশু কোরবানি দিল জামায়াত

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:২১ অপরাহ্ন, ১০ জুন ২০২৫ | আপডেট: ৬:১৬ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছরের মতো এবারো লক্ষ্মীপুরে বিভিন্ন ইউনিয়নের অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে জামায়াতে ইসলামীর উদ্যোগে গরুর মাংস বিতরণ করা হয়েছে। ঈদের আনন্দকে ভাগাভাগি করে নিতে কোরবানির এই আয়োজন করেছে জেলা জামায়াত ইসলামী। সংগঠনটির পক্ষ থেকে জেলাব্যাপী ১৫৯টি গরু, ৩৭টি ছাগল ও ২৬টি ভেড়া কোরবানি দেওয়া হয়। কোরবানির মাঠ থেকে স্থানীয় লোকজনের মাঝে মাংস বিতরণ করার পাশাপাশি স্থানীয় জামায়াত ইসলামীর নেতৃবৃন্দ মাংসের প্যাকেট তালিকা অনুযায়ী অসহায় লোকজনের বাড়িবাড়ি গিয়ে পৌঁছে দেন।

মঙ্গলবার (১০ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।

আরও পড়ুন: একাধিক চাঁদাবাজি মামলার পরও আশুলিয়া বিএনপি নেতা হুমকি-ধমকি

তিনি জানান, লক্ষ্মীপুর জেলার প্রত্যেক উপজেলার বিভিন্ন ইউনিটের উদ্যোগে সুবিধাবঞ্চিতদের জন্য কোরবানির আয়োজন করা হয়। এতে জামায়াতের প্রচেষ্টায় প্রায় ২৮হাজার পরিবারের কাছে কোরবানির মাংস পৌঁছে দেয় জামায়াতের নেতাকর্মীরা।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ফারুক হোসাইন নুরনবী বলেন, আমরা একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সে লক্ষ্যে যারা কোরবানি দিতে পারে নি তাদের জন্য আমাদের পক্ষ থেকে কোরবানির আয়োজন করা হয়েছে। আমাদের লক্ষ্য ছিলো ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়া। আশা করি সে লক্ষ্যে আমরা কিছুটা হলেও সার্থক হয়েছি। 

আরও পড়ুন: বিশেষজ্ঞ দলের চট্টগ্রাম কাস্টমসের রাসায়নিক ল্যাব বিষয়ক প্রশিক্ষণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও লক্ষ্মীপুর সদর উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. মুহাম্মাদ রেজাউল করিম বলেন, জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমুখী সংগঠন। জামায়াত দারিদ্রমুক্ত সমাজ গঠনের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরা লক্ষ্মীপুরকে একটি আধুনিক ও মানবিক জনপদ হিসেবে গড়ে তোলার জন্য কাজ করতে চাই। তাদের এ সেবামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বেশি জোড়ালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।