কেন্দুয়ায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে পথসভা

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বিষয়ক পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ জুন) বিকাল ৫টায় উপজেলার রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ৩নং দলপা ইউনিয়ন বিএনপির আয়োজনে এ পথ সভা অনুষ্ঠিত হয় ।
আরও পড়ুন: ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন হবে: প্রেস সচিব
অনুষ্ঠানে ৩নং দলপা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খোরশেদ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও দলপা ইউনিয়ন বিএনপি নেতা মো. নজরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, একাদশ জাতীয় সংসদের মনোনয়ন প্রাপ্ত, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, কেন্দুয়া পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য ও নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের ধানের মনোনয়ন প্রত্যাশী মো. দেলোয়ার হোসেন ভুঁইয়া দুলাল ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে স্থায়ী কবর রচনা করতে হবে ফ্যাসিবাদ ও চাঁদাবাজদের ।
আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন
এছাড়াও বক্তব্য রাখেন, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক আহ্বায়ক সৈয়দ মাহমুদুল হক ফারুক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. ফরিদ আহমেদ, দলপা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান শামসুল হুদা বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম অপু, দলপা ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সাইফুল ইসলাম মন্ডল প্রমুখ ।
এসময় উপস্থিত ছিলেন, মাসকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান খুকুমণি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান রিপন, মোজাফরপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক পাঞ্জু সওদাগর, মাসকা ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মিরাশ উদ্দিন ও বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ একটা গান।
উল্লেখ্য সভা চলাকালে উপস্থিত সকলের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১দফার লিফট বিতরণ করা হয়।