বিগত বিএনপি সরকারের আমলে নান্দাইলের ব্যাপক উন্নয়ন হয়েছে: ইয়াসের খান চৌধুরী

ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরী বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিগত দিনে ক্ষমতায় থাকাকালীন সময়ে নান্দাইলের বড় বড় রাস্তা, ব্রিজ, কালভার্ট ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন হয়েছিল। বিগত দিনে আমার পিতা ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির সভাপতি ও নান্দাইলের সাবেক এমপি মরহুম আনোয়ারুল হোসেন খান চৌধুরী ও আমার মরহুম চাচা ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহবায়ক নান্দাইলের বার বার নির্বাচিত সাবেক এমপি মরহুম খুররম খান চৌধুরীর মাধ্যমেই এত উন্নয়ন সাধিত হয়েছিল। কিন্তু বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার নান্দাইলে উন্নয়নের নামে বরাদ্দকৃত টিআর, কাবিখা, কাবিটা ও কর্মসৃজনের মত প্রকল্পগুলোর কোন কাজ না করে শুধু কাগজে কলমে কাজ দেখিয়ে সরকারের কোটি কোটি লুটপাট করে নিয়ে গেছে। এদের মত দুর্নীতিবাজদের বিরুদ্ধে দুর্নীতির মামলা করা হবে। তিনি রোববার বিকালে
উপজেলার ১নং বীর বেতাগৈর ইউনিয়ন বিএনপির আয়োজনে এক বিশাল কর্মী সমাবেশে সভাপতির বক্তব্যে একথা বলেন। রবিবার (২২ জুন) বিকাল ৪টায় বীর কামটখালী জে. বি উচ্চ বিদ্যালয়ের মাঠে ইউনিয়ন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি’র সদস্য ও নান্দাইল উপজেলা বিএনপির আহবায়ক ইয়াসের খান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি সদস্য সচিব এনামুল কাদিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি যুগ্ম-আহ্বায়ক কাজী আব্দুস সাত্তার, উপজেলা বিএনপির সদস্য ডা: মজিবুর রহমান, মো. মোশাররফ হোসেন মাইজ ভান্ডারী, মোশাররফ হোসেন বাবলু, মো. ফরিদুল হাসান মুক্তি, বীর বেতাগৈর ইউনিয়ন বিএনপির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম মন্ডল প্রমুখ। এছাড়াও উক্ত কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক রেজাউল করিম বাবলু, খারুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আতাউল করিম অলি, চর বেতাগৈর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদ উদ্দিন সরকার, উপজেলা বিএনপির সদস্য, অ্যাডভোকেট হাবিবুর রহমান, আতহার আলী, রফিকুল ইসলাম রফিক, নজরুল ইসলাম, আফাজ উদ্দিন, শাহজাহান কবীর, ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক, কামরুজ্জামান রাসেল, কামরুল ইসলাম মন্ডল, শিল্প বিষয়ক সম্পাদক মাসুদ আলী মড়ল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক বাবুল আহমেদ অনিক, নাজিম উদ্দিন ভূঁইয়া নাদিম, মাহবুব আলম পৌর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক পিয়াস হোসেন, সদস্য সচিব খায়রুল ইসলাম শুভ প্রমুখ।
আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যাকারীদের ফাঁসির দাবিতে কাপাসিয়ায় সাংবাদিকদের মানববন্ধন ও বিক্ষোভ