আশুলিয়া চিহ্নিত সন্ত্রাসী মুন্নাকে দেশীয়,বিদেশি পিস্তল গুলিসহ আট করেছে পুলিশ

আশুলিয়া থেকে বিদেশি পিস্তল, ম্যাগজিন, গুলি ও দেশীয় অস্ত্রসহ মুন্না শেখ নামে এক সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। আটককৃত মুন্না শেখের বিরুদ্ধে মামলা দায়ের করে রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) দুপুরে আশুলিয়া থানায় সংবাদ সম্মেলন করে এসব তথ্য দেয় পুলিশ।
আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের
সংবাদ সম্মেলন থেকে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির জানান, গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত সন্ত্রাসী মুন্না শেখকে আটক করা হয়। পরে তার দেয়া তথ্য মোতাবেক একটি কক্ষে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়।
পরে আটক মুন্নার বিরুদ্ধে মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয় জানিয়ে পুলিশ বলছে, মুন্না শেখের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এছাড়া, রাজধানীর ফকিরাপুলে গোয়েন্দা পুলিশকে (ডিবি) লক্ষ্য করে গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী শুটার বাপ্পির সাথেও মুন্না শেখের সখ্যতা ছিল বলেও জানিয়েছে পুলিশের এই কর্মকর্তা।
আরও পড়ুন: সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মাধবপুরে মানববন্ধন