ময়মনসিংহে ছাত্রদল নেতা হুমায়ন হত্যা মামলার আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ন কবীর (২১) হত্যাকান্ডের ১৯দিন পর মামলার মূল আসামি মো: রাশিদুল ইসলাম রানা ওরফে রাসু (২২) কে গ্রেপ্তার করেছে র্যাব। সে হত্যাকান্ডের পর থেকে আত্মগোপনে পলাতক ছিল।
বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে গৌরীপুর থানা পুলিশের কাছে এই আসামিকে হস্থান্তর করেছে র্যাব-১৪ এর একটি আভিযানিক দল।
আরও পড়ুন: নাসিরনগরে আন্তর্জাতিক যুব দিবস পালিত
এর আগে তথ্য প্রযুক্তির সহায়তায় গাজীপুর জেলার সদর এলাকায় অভিযান চালিয়ে আসামি রাসুকে গ্রেপ্তার করে র্যাবের একটি দল। সে গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের সোনাকান্দি গ্রামের বাসিন্দা মো: শামসুল হকের ছেলে।
থানা পুলিশ সূত্র জানায়, গত ১৩ জুন পূর্বশত্রুতার জের ধরে এলোপাথারি কুপিয়ে এবং ছুরিকাঘাত করে স্থানীয় আব্দুল কাউয়ূমের ছেলে ছাত্রদল নেতা হুমায়ন কবীরকে গুরুতর আহত করে আসামিরা। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে।
আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১
এ ঘটনায় ঘটনার ৩দিন পর গত ১৬ জুন নিহতের বাবা মো: কাইয়ূম মিয়া বাদি হয়ে গৌরীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় নাম উল্লেখসহ ১০ জনকে আসামি করা হয় বলে জানিয়েছেন গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: দিদারুল ইসলাম। তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া আসামিকে ইতোমধ্যে সংশ্লিষ্ট মামলায় আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
র্যাব-১৪ এর অধিনায়ক মো: নয়মুল হাসান বলেন, হত্যাকান্ডের পর ঘটনাটি নিয়ে আমরা ছায়াতদন্ত শুরু করি। এরপর তথ্য প্রযুক্তির সহায়তায় আত্মগোপনে থাকা পলাতক আসামি রাশিদুল ইসলাম রানা ওরফে রাসুকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলমান আছে।