নওগাঁয় শ্বশুরবাড়িতে অবৈধভাবে চাল মজুদ, ধরা খেলেন জামাই

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৮ পূর্বাহ্ন, ০৪ জুলাই ২০২৫ | আপডেট: ১:০০ পূর্বাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নওগাঁর বদলগাছী উপজেলার নিমতলী গ্রামের একটি বাড়ি থেকে অবৈধভাবে মজুত রাখা ৫০০ বস্তা চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। 

বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার আতিয়া খাতুন। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং খাদ্য বিভাগের যৌথ নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুন: চাঁদাবাজি নয়, নেপথ্যে নকশা বহির্ভূত ভবন নির্মাণ কাহিনী

শিবলু নামে ওই যুবক তার শ্বশুর জাহিদুল ইসলামের বাড়িতে প্রায় দুই মাস আগে ৫০০ বস্তা চাল মজুত করেন। চালগুলো উন্নত জাতের আতপ চাল। কিন্তু চাল মজুতের লাইসেন্স ছিল না শিবলুর। একজন ব্যবসায়ী কীটনাশকের ব্যবসার আড়ালে তার শ্বশুরবাড়িতে দীর্ঘদিন ধরে এই চাল অবৈধভাবে মজুত করে আসছিলেন। স্থানীয়দের অভিযোগ ছিল, এই চাল বেশি দামে গোপনে বিক্রি করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছিল।

সহকারী কমিশনার আতিয়া খাতুন বলেন, মজুতকারীর বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা হবে। তার আগ পর্যন্ত এ চালগুলো স্থানীয় থানা হেফাজতে থাকবে।

আরও পড়ুন: আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে দেড় ঘণ্টা সড়ক অবরোধ

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান বলেন, ৫০০ বস্তা চাল উদ্ধার করে সিলগালা করা হয়েছে। থানায় আইনগত প্রক্রিয়ার প্রস্তুতি চলছে। অভিযানের সময় প্রশাসনের লোকজন ছাড়াও স্থানীয় খাদ্য কর্মকর্তা মিজানুর রহমান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।