হামলার মুখে গোপালগঞ্জে এসপি অফিসে অবরুদ্ধ এনসিপি নেতারা

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ন, ১৬ জুলাই ২০২৫ | আপডেট: ১১:৪৩ পূর্বাহ্ন, ১৬ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা গোপালগঞ্জে রাজনৈতিক কর্মসূচি শেষে ফেরার পথে হামলার শিকার হয়েছেন। বুধবার বিকেলে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় তাদের গাড়িবহরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে আত্মরক্ষার্থে এনসিপির নেতারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন, যেখানে তারা বর্তমানে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, “আমরা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছি, কিন্তু বর্তমানে এখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছি। কার্যালয়ে পুলিশ সুপার উপস্থিত নেই। বাইরে ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। ছাত্রলীগ ও আওয়ামী লীগ সমর্থকরা পেট্রোল বোমা নিক্ষেপ করছে।”

আরও পড়ুন: শরীয়তপুর ১ আসনে বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও মশাল মিছিল

এর আগে দুপুর ২টা ৪৫ মিনিটে শহরের লঞ্চঘাট এলাকায় এনসিপির গাড়িবহরে হামলা চালানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এনসিপির নেতারা জানান, দুপুরে শহরের নির্ধারিত সমাবেশস্থলেও ছাত্রলীগ ও আওয়ামী লীগ সমর্থকরা হামলা চালায়। তারা সমাবেশের ব্যানার ও পোস্টার ছিঁড়ে ফেলে এবং চেয়ার ভাঙচুর করে। এ সময় ছাত্রলীগের একটি মিছিল এসে আচমকা সমাবেশস্থলে চড়াও হয়।

আরও পড়ুন: ২৯ নভেম্বর অষ্টগ্রাম সাবুদ আলীর বাড়ির ওয়াজ ও দোয়ার মাহফিল

তবে হামলার সময় এনসিপির কেন্দ্রীয় নেতারা এখনো মঞ্চে পৌঁছাননি। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এলে তারা মঞ্চে উঠে বক্তব্য প্রদান করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি উত্তপ্ত রয়েছে এবং পুলিশ সুপারের কার্যালয় চত্বরেও থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে।