দেশব্যাপী সন্ত্রাস-নৈরাজ্য ও অপপ্রচারের প্রতিবাদে কাপাসিয়ায় বিএনপির বিক্ষোভ-সমাবেশ

দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও অপপ্রচার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে গাজীপুরের কাপাসিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে। একযোগে ১১ টি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই শনিবার বিকালে ফকির মজনু শাহ্ সেতু'র পশ্চিম প্রান্ত থেকে কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ইউনিয়ন পরিষদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির ও। উপজেলা বিএনপির প্রবীণ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মমতাজ উদ্দিন রেনু।
আরও পড়ুন: সাভারে পাচারকালে পিকআপসহ সাড়ে ৬ লাখ টাকার টিসিবি’র পণ্য জব্দ, আটক-১
সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজগর হোসেন খানের পরিচালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা অ্যাডভোকেট আব্দুল হালিম, কাজী আফতাব উদ্দিন, ছানাউল্লাহ, অ্যাডভোকেট আজিজুল হক বাবুল, আনোয়ার বেপারী, ফখরুল আলম বাদল, হাবিবুর রহমান হবু, আমিনুর রহমান, মেহেদী হাসান বাচ্চু, জহিরুল ইসলাম ফকির, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মতিউর রহমান মতি, সদর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মহিবুর রহমান, সদস্য সচিব আশরাফুল আলম সোহেল, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ বাবু, সদস্য সচিব মানিক বাদশা, সদর ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক টিপু প্রমূখ।
এছাড়া উপজেলার ১১ টি ইউনিয়নের নেতৃবৃন্দ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। উপজেলা বিএনপির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খন্দকার আজিজুর রহমান পেরার নেতৃত্বে দূর্গাপুর ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় রানীগঞ্জ বাজারে পৃথক এক বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি সোলায়মান মোল্লার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ মাসুম সরকারের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আরও পড়ুন: চাঁদাবাজি নয়, নেপথ্যে নকশা বহির্ভূত ভবন নির্মাণ কাহিনী
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতা বিরোধী একটি চক্র সুপরিকল্পিতভাবে দেশব্যাপী নৈরাজ্য সৃষ্টি করছে। তারা ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তাদের কোন পরিকল্পনাই সফল হবে না। বিএনপি হলো দেশপ্রেমিক দল। বিগত দিনে ঐক্যবদ্ধ ভাবে নিরবিচ্ছিন্ন ভাবে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে। আগামী দিনেও গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথে থাকার ঘোষণা দেন। দলের কেউ অপরাধ করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গ্রেফতারের আহ্বান জানান। যতো দ্রুত সম্ভব নির্বাচন দেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বিএনপি নেতৃবৃন্দ দাবি জানান।