নড়াইলে বিএনপি ও আওয়ামী লীগ সমর্থকদের সংঘর্ষে আহত ২০

Sanchoy Biswas
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ১১:২২ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৫ | আপডেট: ৫:২৭ অপরাহ্ন, ১৯ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নড়াইল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  বিএনপি ও  আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে সংঘর্ষে ২০ জন আহত হয়েছেন। শনিবার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে সদরের চন্ডিবরপুর ইউনিয়নের গন্ধর্ব্যখালী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকায় আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান মোল্লা এবং বিএনপি নেতা আব্দুর রউফ মোল্লার মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধ থেকেই সম্প্রতি উত্তেজনা বাড়তে থাকে। শনিবার সকালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এরপর তা সংঘর্ষে রূপ নেয়। দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে উভয়পক্ষের ২০ জন আহত হয়। আহতদের মধ্যে আলমগীর শেখ (৪২), শফিক মোল্যা (৩৫), রহমান সরদার (৫৫), সাদ্দাম সিকদার (৩২), এসকেন সরদার (৫৫), মাহিম (১৯), লিমন সরদার (২৫), শরিফুল মোল্যা (৪৫), রোস্তম সরদার (৫৫), কেসমত মোল্যা (২৭),রেহাব মোড়ল (২২), মহাসেন সরদার (৫৭), নূর ইসলাম (৪০) ও সৌরভ সিকদার (১৫) নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে নড়াইল সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

আরও পড়ুন: ঢাকা ইস্ট-ওয়েস্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাতিলের দাবিতে দক্ষিণ কেরানীগঞ্জে মানববন্ধন

সংঘর্ষে আহত লিমন সরদার অভিযোগ করে বলেন, যুবদলের একটি মিছিলে যাওয়ায় প্রতিপক্ষ গ্রুপের মাতব্বর ওয়ার্ড আ’লীগ সভাপতি সাইদ মোল্যার লোকজন ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর হামলা করেছে।

স্থানীয় বাসিন্দা জেলা কৃষক দলের সভাপতি নবির হোসেন বলেন, গত বৃহস্পতিবার (১৭ জুলাই) গন্ধর্ব্যখালী গ্রামের যুবদল নেতা রাসেলের নেতৃত্বে একটি মিছিল নড়াইল শহরে আসে। এতে ক্ষুব্ধ হয়ে আওয়ামী লীগ নেতা সাইদুর মোল্যার লোকজন বিএনপির কর্মী-সমর্থকদের ওপর হামলা চালালে সংঘর্ষের ঘটনা ঘটে।

আরও পড়ুন: ফের ৪৮ ঘন্টার আল্টিমেটাম রবি শিক্ষার্থীদের

তবে সাইদুর গ্রুপের অপর এক মাতব্বর স্থানীয় ২ নং ওয়ার্ড ইউপি সদস্য জাফর শেখ বলেন, আমি একজন মৎস্যজীবী দলের নেতা। এটা কোন দলীয় কোন্দল নয়। গ্রাম্য কোন্দলের জের ধরে মারামারির ঘটনা ঘটেছে। তারা প্রশাসনিক সুবিধা নেয়ার জন্য ঘটনাটিকে রাজনৈতিক মারামারি বলে প্রচার চালাচ্ছে।

এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমরা পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে এনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।