রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৪ অপরাহ্ন, ২৮ জুলাই ২০২৫ | আপডেট: ৮:০৪ পূর্বাহ্ন, ২৮ জুলাই ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধরের জেরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল থেকে রুটে বাস না চলায় বিপাকে পড়েছেন যাত্রীরা। জানা গেছে, গত শনিবার (২৬ জুলাই) রাজশাহীর বাসচালকদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের চালক-শ্রমিকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে রাজশাহীর চালকরা এক চাঁপাইনবাবগঞ্জের চালককে মারধর করেন। পরে পাল্টা প্রতিক্রিয়ায় রাজশাহীর একটি বাস ভাঙচুর করেন চাঁপাইনবাবগঞ্জের চালকরা। এই ঘটনার পর থেকে দুই জেলার মধ্যকার আন্তঃজেলা বাস চলাচল বন্ধ হয়ে যায়।

সোমবার (২৮ জুলাই) সকালে চাঁপাইনবাবগঞ্জের বিশ্বরোড এলাকায় গিয়ে দেখা যায়, রাজশাহীগামী যাত্রীরা বাসের অপেক্ষায় থাকলেও বন্ধ রয়েছে টিকিট কাউন্টারগুলো। বিকল্প হিসেবে অনেকে সিএনজিচালিত অটোরিকশায় করে রাজশাহী যেতে বাধ্য হচ্ছেন, যার ফলে সময় ও ভাড়া উভয়ই বেড়েছে। তবে সরকারি বিআরটিসি বাস চলাচল করছে স্বাভাবিকভাবেই।

আরও পড়ুন: ঘাট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষ, বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

এ বিষয়ে এক যাত্রী বলেন, “জরুরি প্রয়োজনে রাজশাহী যেতে হয়, কিন্তু এখন ভোগান্তিতে পড়েছি। অটোরিকশায় যেতে হচ্ছে অতিরিক্ত ভাড়ায়।”

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, সমস্যা সমাধানে স্থানীয় পর্যায়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। আজ রাজশাহী সমিতির সঙ্গে বৈঠক হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে হয়নি। আগামীকাল (২৯ জুলাই) বেলা ১১টায় মিটিং নির্ধারণ করা হয়েছে। তিনি আশাবাদী, দ্রুত সমাধান আসবে।

আরও পড়ুন: নাজিরপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা